অভিযুক্ত ইপিসি অফিসারদের সামরিক কর্তৃপক্ষের নিকট হাজির হবার নির্দেশ

৭.১৭৯.৫২১

শিরোনামঃ ১৭৯। ই, পি, সি, এস, অফিসারদের সামরিক কতৃপক্ষের নিকট হাজির হবার নির্দেশ।

সূত্রঃ দৈনিক পাকিস্তান

তারিখঃ ৩ সেপ্টেম্বর, ১৯৭১

.

ই, পি, সি, এস, অফিসার

‘খ’ অঞ্চলের সামরিক শাসনকর্তা ৪৪ জন ই, পি, সি, এস, অফিসারকে এম এল আর ২৫/‘খ’ অঞ্চলের সামরিক আইনের ১২০ নম্বর আদেশের অধীনে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের জবাবদানের জন্য আগামী ৮ই ও ৯ই সেপ্টেম্বর সকাল ৮টায় ৬ নম্বর সেক্টরের উপ-সামরিক প্রশাসকের কাছে হাজির হওার নির্দেশ দিয়েছেন। নির্দেশ মোতাবেক হাজির হতে ব্যর্থ হলে ৪০ নম্বর সামরিক বিধির অধীনে তাদের অনুপস্থিতিতেই বিচার করা হবে। 

নিম্নোক্ত ৩৩ জন ই, পি, সি, এস, অফিসারকে ৮ই সেপ্টেম্বর ঢাকা এম পি এ হোস্টেলে এস এম এল এ-র সামনে হাজির হতে হবে।

১। মোঃ আলতাব হোসেন খান, ইপিসিএস, পিতা আশরাফ আলী খান, গ্রাম- চকমোহনবাড়ী, পোঃ বাগবাটি, জেলা- পাবনা।

২। জিতেন্দ্রলাল চক্রবর্তী, ইপিসিএস, পিতা রাধা শ্যাম, গ্রাম- গুয়াতলা, পোঃ রহমগঞ্জ, জেলা- ফরিদপুর।

৩। আলতাব হোসেন, ইপিসিএস, পিতা মরহুম মৌঃ উমির উদ্দীন সরকার, গ্রাম ও পোঃ কমরজারি, জেলা- রংপুর

৪। এ, কিউ, এম কামরুল হুদা, ইপিসিএস, পিতা- মরহুম ইশহাক উদ্দীন, ৩৬, জেল রোড, ময়মনসিংহ।

৫। মোঃ আবদুল মতিন সরকার, ইপিএসসি, পিতা- মরহুম সোলায়মান সরকার, গ্রাম- কৃষ্ণপুর, পোঃ তুলসীঘাট, থানা- পলাশবাড়ী, রংপুর।

৬। হেলাল উদ্দীন খান, ইপিএসসি, পিতা- মরহুম আমর উদ্দীন খান, ফুলবাড়িয়া, পোঃ জিবান, জেলা- ময়মনসিংহ

৭। মোঃ আবদুল লতিফ, ইপিএসসি, পিতা- মৌঃ মোঃ আবদুর রশীদ, গ্রাম- হরিশংকরপুর, পোঃ পিরিজপুর, রাজশাহী

৮। আবদুল হালিম, ইপিএসসি, পিতা মোঃ দরবেশ আলী মিয়া, গ্রাম- কাশিভদ্রবাড়ি, পোঃ ঘাটাইল,জেলা- টাঙ্গাইল

৯। জিয়াউদ্দীন আহমেদ, ইপিএসসি, পিতা এ, এস, এম মজহারুল হক, গ্রাম- আলী নগর, পোঃ মধ্যনগর, থানা- রায়পুরা, জেলা- টাঙ্গাইল

১০। ক্ষিতিশ চন্দ্র কুণ্ড, ইপিএসসি, পিতা অন্নতা চরণ কুণ্ড, গ্রাম শ্রীলতলা, পোঃ রামপাল, থানা- রামপাল, খুলনা

১১। কাজী লুতফর হক, ইপিএসসি, পিতা কাজী আজহার উদ্দীন আহমেদ, গ্রাম ও পোঃ ষোলঘর, থানা- শ্রীনগর, জেলা- ঢাকা

১২। মাখন চন্দ্র মাঝি, ইপিএসসি, পিতা মৃত শশীমোহন মাঝি, গ্রাম- ফুলবাড়ি, পোঃ ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা।

১৩। মোঃ মিজানুর রহমান, ইপিসিএস, পিতা আবদুর রহমান, গ্রাম- আলমপুর, পোঃ রাজগঞ্জ, নোয়াখালী।

১৪। আবদুল কাদের মুন্সী, ইপিসিএস, পিতা মরহুম আজহাত ইয়াকুব আলী মুন্সী, গ্রাম- খন্তাকাটা, পোঃ শরণখোলা, খুলনা।

১৫। বিজেন্দ্র নাথ ব্যাপারী, ইপিসিএস, পিতা দীনবন্দু ব্যাপারী, গ্রাম- ছোটহাজারী, পোঃ মীরখালি, বাকেরগঞ্জ।

১৬। মানিক লাল সমাদ্দার, ইপিএসসি, পিতা- অমৃত লাল সমাদ্দার, গার্লস স্কুল রোড, পোঃ মাদারীপুর, ফরিদপুর।

১৭। আফতাবুদ্দীন, ইপিএসসি, পিতা- তজীমুল আলী, সাগর নলটি এস্টেট, পোঃ সাগরনল, থানা- কুলাউড়া, সিলেট।

১৮। কাসানন্দ মোহন দাস, ইপিএসসি, পিতা- মৃত ক্ষিরোদ চন্দ্র দাস, গ্রাম- দাউদপুর, পোঃ রেংগা দাউদপুর, সিলেট।

১৯। অমিরাংশু সেন, ইপিএসসি, পিতা- অমৃত চরণ সেন, গ্রাম- বরমচল টি স্টেট, পোঃ বারাসাত, সিলেট।

২০। মোহাম্মদ ইসহাক, ইপিএসসি, পিতা মরহুম বশির উদ্দীন, গ্রাম, পোঃ ও থানা- চট্টগ্রাম।

২১। মোঃ আবদুল আলী, ইপিএসসি, পিতা মোঃ ওয়াহেদ মিয়া, গ্রাম- বালিয়াকান্দী, পোঃ উজানী, ফরিদপুর।

২২। এ, কে, এম রুহুল আমীন, ইপিএসসি, পিতা মৌঃ আবদুল লতিফ, গ্রাম- সাউথ বালিয়া, পোঃ গোবিন্দিয়া, থানা- চাঁদপুর, কুমিল্লা।

২৩। ইয়াকুব শরীফ, ইপিএসসি, পিতা মরহুম মুন্সী ইয়াসিন হাওলাদার, গ্রাম- বাগদিয়া, পোঃ কলসকাটি, বাখরগঞ্জ।

২৪। চিত্তরঞ্জন চাক্মা, ইপিএসসি, পিতা যোগেন্দ্র লাল পরবাড়ী, গ্রাম দুলুছড়ি, পোঃ বাবুছড়া বাজার, থানা- হাটহাজারী, চট্টগ্রাম।

২৫। প্রিয়দা রঞ্জন দাস, ইপিএসসি, পিতা যোগেন্দ্র লাল দাস, গ্রাম- ধলাই, পোঃ কাটিরহাট, থানা- হাটহাজারী, চট্টগ্রাম।

২৬। জ্ঞানরঞ্জন সাহা, ইপিএসসি, পিতা তারক চন্দ্র শাহা, গ্রাম পোঃ ও থানা- উজিরপুর, বরিশাল।

২৭। অমরেন্দু মজুমদার, ইপিএসসি, পিতা তরুণী কুমার, গ্রাম০ চর আমানুল্লাহ, পোঃ দাসের হাট, থামা- হাতিয়া, নোয়াখালী।

২৮। গোলাম আকবর, ইপিএসসি, পিতা মরহুম মঊঃ আনয়ারুল হক, ৩৪, পিটার রোড, খানপুর, পোঃ নারায়ণগঞ্জ, ঢাকা।

২৯। বিবেকানন্দ মজুমদার, ইপিএসসি, পিতা ব্রজকান্ত মজুমদার, মিঠাখালী, পোঃ মঠবাড়িয়া, বরিশাল।

৩০। দীপক কুমার সাহা, ইপিএসসি, পিতা মনোমোহন সাহা, গ্রাম- সাতবাড়িয়া, পোঃ ও থানা- সাতবাড়িয়া, পাবনা।

৩১। সবীর কুমার সাহা, ইপিএসসি, পিতা- সুধীর চন্দ্র, গ্রাম ও পোঃ বাথি, থানা গৌরনদী, বরিশাল।

৩২। অনিলচন্দ্র সিংহ, ইপিএসসি, পিতা- মৃত উমেশ চন্দ্র সিংহ, গ্রাম- করিয়াবাসা, পোঃ মুন্সিরহাট, থানা- হালুয়াঘাট, ময়মনসিংহ।

৩৩। আবদুল লতিফ ভূঁইয়া, ইপিএসসি, পিতা- মরহুম উমর আলী ভূঁইয়া, গ্রাম- মনোহরপুর, থানা- বড়ুয়া, পোঃ আড্ডা, কুমিল্লা

নিম্নলিখিত অবশিষ্ট ১১ জন ইপিএসসি অফিসারকে আগামী ৯ই সেপ্টেম্বর এস এম এল এ- এম্পিএ হোস্টেলে, সেক্টর ৬ নম্বর-এ হাজির হতে হবেঃ

১। এইচ,এম,আব্দুল হাই, ইপিএসসি,(৩৪৩), অব রাজশাহী।

২। মোহাম্মদ আতানত উল্লাহ, ইপিএসসি, (১৮৮), অব ঢাকা।

৩। রিয়াজুর রহমান, ইপিএসসি, (৩০২), অব মালদাহ (পশ্চিমবঙ্গ)।

৪। এ,এফ,এম রমিজ উদ্দীন, ইপিএসসি, (২০৮), অব ঢাকা।

৫। জ্যোতি বিনোদ দাস, ইপিএসসি, (৪০৪), অব নোয়াখালী।

৬। আজিজুর রহমান, ইপিএসসি, (৫৬৫), গ্রাম-লক্ষিপুর, পঃ+জেলা-রাজশাহী।

৭। বিভূতি ভূষণ বিশ্বাস, ইপিএসসি, (১৯৯), অব ফরিদপুর।

৮। জিতেন্দ্রলাল দাস, ইপিএসসি, (৩৮৩), অব সিলেট।

৯। খান আমীর আলী, ইপিএসসি, (৬১৪), গ্রাম- মাটিভাঙ্গা, বরিশাল।

১০। যোগেশ চন্দ্র ভৌমিক, ইপিএসসি, (২১৫),১১/১ শেখ সাহেব বাজার, ধাকা-২ (হোম ডিসট্রিক্ট- কুমিল্লা)।

১১। জহিরুল ইলসাম ভূঁইয়া, ইপিএসসি, (১৪৪) অব ঢাকা।

Scroll to Top