আটকের কারন জানিয়ে মাওলানা ভাসানী কে পাকিস্তান সরকারের চিঠি

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্রের ২য় খণ্ডের ০২ নং পৃষ্ঠায় মুদ্রিত ০২ নং দলিল থেকে বলছি…

শিরোনাম সূত্র তারিখ
আটকের কারণ জানিয়ে মাওলানা ভাসানীকে পাকিস্তান সরকারের চিঠি সরকারী ১০ অক্টোবর, ১৯৫৮

 

৯৬৭/৫৭-ডিএস(পি)

করাচি, ১০ই অক্টোবর, ১৯৫৮ খ্রি:

 

প্রতি

আব্দুল হামিদ খান ভাসানী

পিতা : হাজী শরাফত আলী খান

 

আটকের কারণ

নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পাকিস্তান সরকার এই মর্মে অবহিত আছে যে, আপনি এমন কাজে লিপ্ত আছেন যা পাকিস্তানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তায় বিঘ্ন ঘটায়। আপনি আপনার বিভিন্ন ধ্বংসাত্মক এবং নাশকতামূলক বক্তব্য ও কর্মকাণ্ড দ্বারা কিছু দেশের নিকট পাকিস্তানকে একটি বৈরী রাষ্ট্র হিসেবে তুলে ধরেছেন যা সম্পূর্ণ অসত্য। আপনি সম্পূর্ণ অবগত আছেন যে, সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাই হচ্ছে পাকিস্তানের বৈদেশিক নীতি। আপনি জনগণের বিভিন্ন অংশের মধ্যে হিংসা ছড়িয়ে পাকিস্তানের ঐক্য ও সংহতি বিনষ্টের উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত আছেন। এসব কর্মকাণ্ড এগিয়ে নেয়ার জন্য আপনি পাকিস্তানবিরোধী শক্তি ও সংগঠন হতে দিকনির্দেশনা ও সহযোগিতা গ্রহণ করছেন। যেহেতু পাকিস্তার সরকার এই মর্মে আশ্বস্ত যে, আপনার বিগত এবং অদ্যবধি অব্যাহত কর্মকাণ্ড পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার ও আন্তর্জাতিক নীতির জন্য ক্ষতিকর, সেহেতু পাকিস্তান নিরাপত্তা আইন, ১৯৫২ মোতাবেক আপনাকে আটকের নির্দেশ দেওয়া হলো। উক্ত আইনের ৬ নং ধারা অনুযায়ী আপনাকে অবহিত করা যাচ্ছে যে, আপনি চাইলে আটকের বিরুদ্ধে লিখিত বক্তব্য পেশ করতে পারবেন। আপনাকে আরও অবহিত করা যাচ্ছে যে, এটা আপনার একটি অধিকার।

 

স্বাক্ষরিত: হামিদউদ্দিন আহমেদ

পাকিস্তান সরকারের যুগ্ম সচিব

Scroll to Top