আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে সাত ছাত্রনেতার যুক্ত বিবৃতি

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্রের ২য় খণ্ডের ৪০৩ নম্বর পৃষ্ঠায় মুদ্রিত ৭৫ নম্বর দলিল থেকে বলছি…

শিরোনাম সূত্র তারিখ
আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে সাতজন ছাত্রনেতার যুক্ত বিবৃতি দৈনিক আজাদ ২৯ ডিসেম্বর, ১৯৬৮

সাতজন ছাত্র যুক্ত বিবৃতিতে আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান

 

          ঢাকার সাতজন ছাত্রনেতা গতকাল শনিবার এক যুক্ত বিবৃতিতে শিক্ষাগত দাবী-দাওয়া আদায়কল্পে আন্দোলনের প্রস্তুতি  গ্রহণের জন্য ছাত্রসমাজের প্রতি এবং সুস্পষ্ট রাজনৈতিক কর্মসূচী লইয়া ঐক্যবদ্ধ আন্দোলন গড়িয়া তুলিবার জন্য সকল গণতান্ত্রিক বিরোধী দলগুলির প্রতি আহ্বান জানাইয়াছেন।

          গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি জনাব তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক জনাব নাজিম কামরান চৌধুরী, পূর্ব পাকিস্থান ছাত্র ইউনিয়নের (উভয় গ্রুপ) পক্ষে জনাব সাইফুদ্দিন আহমেদ মানিক ও জনাব শামদুদ্দোহা ও জনাব মোস্তফা জামাল হায়দার, পূর্ব পাকিস্থান ছাত্রলীগের পক্ষে জনাব আবদুর রউফ ও জনাব খালেদ মোহাম্মদ আলী যুক্ত বিবৃতিতে অভিযোগ করেন যে, সরকার ছাত্র নির্যাতন, গুণ্ডামি, শিক্ষায়তনে পুলিশ মোতায়েন ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা প্রভৃতির মাধ্যমে ছাত্র সমাজের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করিতে চাহিতেছেন। কিন্তু তাহারা বলেন ‘সংগ্রামী ছাত্রসমাজ’ নিজেদের গণতান্ত্রিক অধিকারের উপর কোন প্রকার হস্তক্ষেপ সহ্য করিবে না।

Scroll to Top