এ্যাকশন কমিটি কর্তৃক মুক্তিযোদ্ধাদের সাহায্যের প্রস্তাবের জবাবে বাংলাদেশ থেকে ক্যাপ্টেন এন হুদার চিঠি

<৪, ৩৯, ৬৯>

অনুবাদকঃ দিব্য কান্তি দত্ত

শিরোনাম সূত্র তারিখ
৩৯। এ্যাকশন কমিটি কর্তৃক মুক্তিযোদ্ধাদের সাহায্যের প্রস্তাবের জবাবে বাংলাদেশ থেকে ক্যাপ্টেন এন হুদার চিঠি ব্যক্তিগত চিঠি ১২ জুন, ১৯৭১

 

 

মুক্তি ফৌজ

বায়রা ক্যাম্প

১২ জুন, ‘৭১।

জনাব ভূঁইয়া,

অগ্রসরমান বেস ক্যাম্পে আমাদেরকে পরিদর্শন করে যাবার জন্য আমার এবং আমার সৈন্যদলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার সংস্থার পক্ষ থেকে আমার ছেলেদের মজুদ এবং সরঞ্জাম সরবরাহ করার সদয় প্রস্তাবের জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার কাছ থেকে আমি আরও নিশ্চিত হলাম যে, এটি একটি বেসরকারি সাহায্য এবং আপনার তরফ থেকে সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবা। আমি নিচে কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা যুক্ত করছি যা আমার ছেলেদের কাজে আসবে।

আজ সন্ধ্যায় আপনাকে আমার সেক্টরের অধীনে বাংলাদেশের মুক্ত অঞ্চলে নিয়ে যেতে পারাটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার ছিল। আমরা আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় এবং আপনাদের সকলের শুভকামনায় আমরা বিজয়ী হব।

আপনার সদয় দৃষ্টি কাম্য।

একান্ত

(ক্যাপ্টেন এন, হুদা)

দ্রব্যাদির তালিকা

(১) জঙ্গল বুট                                 …                                ১০০ টি

(২) ইউনিফর্ম, খাঁকি                         …                                ১৫০ সেট

(৩) বিছানা, সম্পূর্ণ                           …                                ১২৫ টি

(৪) রেইন কোট                       …                                ৫০  ,,

(৫) পশমী মোজা                      …                                ১০০ ,,

(৬) মশারি                             …                                ৩০  ,,

(৭) ফ্লাস্ক (বড়)                       …                                ২   ,,

(৮) দূরবীন                            …                                ৩ ,,

(৯)……অবস্থান নির্ণয়ের জন্য কম্পাস-                                        ১টি

Scroll to Top