নূরুল আমিন প্রধান মন্ত্রী, ভূট্টো পররাষ্ট্র সচিব

৭.১২১.২৭২

শিরোনামঃ ১২১। কেন্দ্রে কোয়ালিশন সরকারঃ নুরুল আমিন প্রধানমন্ত্রী, ভূট্টো উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী

সূত্রঃ পাকিস্তান অবজারভার

তারিখঃ ৮ডিসেম্বর,১৯৭১

.

আমিন,ভূট্টোকে জোট গঠনের প্রস্তাব

রাওয়ালপিন্ডি, ডিসেম্বর ৭

এপিপি এর সূত্র অনুযায়ী, জনাব নুরুল আমিন এবং জনাব জেড. এ. ভূট্টোকে কেন্দ্রে জোট সরকার গঠনের জন্য আহ্বান জানান রাষ্ট্রপতি।

জনাব নুরুল আমিন হবেন প্রধানমন্ত্রী এবং জনাব ভূট্টো হবেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

রাষ্ট্রপতির বক্তব্য নিম্নে তুলে ধরা হলোঃ

“আমি জনাব নুরুল আমিন এবং জনাব জেড. এ. ভূট্টোকে আহ্বান জানিয়েছি কেন্দ্রে একটি জোট সরকার গঠনের জন্য, যেখানে জনাব নুরুল আমিন হবেন প্রধানমন্ত্রী এবং জনাব জেড. এ. ভূট্টো হবেন উপ-প্রধানমন্ত্রী।”

“যুদ্ধ এবং দেশের দুই অংশের মাঝে যোগাযোগের ক্ষেত্রে ক্রমবর্ধমান অসুবিধার জন্য আমি একটি জোট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি এবং ২৭ ডিসেম্বর এর পর তা গঠন করা হবে। কেন্দ্রিয় সরকারের নেতৃবৃন্দ দেশের দুই অংশের নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে কেন্দ্রিয় সরকারের সদস্যদের বাছাই করবেন।”

Scroll to Top