পাকিস্তানকে প্রদত্ত বৃটিশ সাহায্য প্রসঙ্গে পররাষ্ট্র সচিবের বিবৃতি

শিরোনাম সূত্র তারিখ
পাকিস্তানকে প্রদত্ত বৃটিশ সাহায্য প্রসঙ্গে পররাষ্ট্র সচিবের বিবৃতি কমন্স সভার কার্যবিবরণী ৬ মে, ১৯৭১

 

পাকিস্তান (সাহায্য)

 

গত পাঁচ বছরে পাকিস্তানে প্রদত্ত মোট সাহায্যের কি পরিমাণ অংশ প্রতি বছর পূর্ব পাকিস্তানের পিছনে ব্যয় করা হয়েছে তা জনাব স্টোনহাউজ পররাষ্ট্র এবং প্রজাতন্ত্র বিভাগের সচিবের কাছে জানতে চান।

 

জনাব উড: পুরো পাকিস্তানের খরচের হিসাব একত্রে রাখা হয় বিধায় প্রতি বছর পূর্ব পাকিস্তানে ব্যয়িত অর্থের হিসাব পৃথকভাবে দেয়া সম্ভব নয়। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রকল্পের জন্য গত পাঁচ বছরে যে পরিমাণ সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা নিম্নে দেয়া হল:

 

পূর্ব পাকিস্তান                                                                  মিলিয়ন (ইউরো)

১৯৬৬-৬৭                                                                    ৩.৪

১৯৬৭-৬৮                                                                    ৪.২

১৯৬৮-৬৯                                                                     ১.০

১৯৬৯-৭০                                                                     ০.৪

১৯৭০-৭১                                                                     ০.১২২

 

পশ্চিম পাকিস্তান                                                              মিলিয়ন (ইউরো)

১৯৬৬-৬৭                                                                    ১.৯

১৯৬৭-৬৮                                                                    ১.৬

১৯৬৮-৬৯                                                                     ২.৫

১৯৬৯-৭০                                                                     ৩.৬

১৯৭০-৭১                                                                     ১.৬

 

নতুন প্রতিশ্রুতি অনুযায়ী একই সময়কালে প্রকল্প ব্যতীত মোট সাহায্য ধার্য করা হয়েছিল ২৮.৮ মিলিয়ন ইউরো। কিন্তু প্রদেশদ্বয়ের জন্য পৃথকভাবে সাহায্যের পরিমাণের কোন পরিসংখ্যান নেই।

Scroll to Top