পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের উপনির্বাচনের সময়সূচী

৭.৭৭.১৫৯ ১৬০

শিরোনামঃ ৭৭। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের উপনির্বাচনের                     সময়সূচীঃ পাকিস্তান নির্বাচন কমিশনের প্রেস নোট (৩ অক্টোবর)

সুত্রঃ মর্নিং নিউজ- করাচী

তারিখঃ ৪ অক্টোবর, ১৯৭১

.

পাকিস্তান নির্বাচন কমিশন কতৃক ইস্যুকৃত প্রেস নোট

৩ অক্টোবর , ১৯৭১

অযোগ্য ঘোষিত হবার ( একজন মৃত) কারণে ফাঁকা হয়ে যাওয়া পুর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ৮৮ আসনের উপনির্বাচন ১৮ ডিসেম্বর ১৯৭১ এবং ৭ জানুয়ারি ১৯৭২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। এই বার্তা আজ (৩ অক্টোবর) ইসলামাবাদে সরকারিভাবে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ নভেম্বর ১৯৭১,  অফিস চলাকালীন সময়ে নির্বাচন তত্ত্বাবধানের দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ কতৃক মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

রিটার্নিং অফিসারগণ ২রা নভেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ নভেম্বর। এই আসনগুলোতে ভোটগ্রহণ শুরু হবে ১৮ ডিসেম্বর এবং শেষ হবে ৭ জানুয়ারি ১৯৭২।

কাঠামোগত আইনী আদেশ এর ১৯৭০ সংশোধনী অনুযায়ী প্রাদেশিক আসন ফাঁকা হবার চার মাসের ভিতরে উপনির্বাচনের ব্যাবস্থা করতে হবে, অর্থাৎ ১০ জানুয়ারি ১৯৭২ এর আগে। এই আইনী চাহিদার প্রেক্ষিতে ১২ ডিসেম্বর ১৯৭১ থেকে ২৩ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত চলমান উপনির্বাচনের সাথে ধারাবাহিকতা বজায় রেখে এই উপনির্বাচন ১৮ ডিসেম্বর ১৯৭১ থেকে ১০ জানুয়ারি ১৯৭২ তারিখের ভিতরে অনুষ্ঠিত হবে।

ভোট গ্রহণের জন্য কয়েকটি প্রদেশে ১৮ ডিসেম্বর থেকে ২য় দফা উপনির্বাচন আরম্ভ করা দরকার যাতে সম্পূর্ণ প্রক্রিয়া ১৯ জানুয়ারি ১৯৭২ তারিখের ভিতরে সমাপ্ত করা সম্ভবপর হয়।

কর্মপরিকল্পনা অনুসারেঃ

নির্বাচন কেন্দ্রের সংখ্যা ও নির্বাচনী এলাকা এবং নির্বাচনের তারিখ-

.

PE-৪  রংপুর-৪        ২৪/১২/১৯৭১

PE-৫  রংপুর-৫

PE-৬ রংপুর-৬       ২৯/১২/১৯৭১

PE-১২ রংপুর-১২      ৩১/১২/১৯৭১

PE-১৬ রংপুর-১৬      ০৩/০১/১৯৭২

PE-১৮ রংপুর-১৮

PE-১৯         রংপুর-১৯       ০৬/০১/১৯৭২

PE-২২ রংপুর-২২       ০৭/০১/১৯৭২

PE-৩৬        বগুড়া-৪        ২৫/১২/১৯৭১

PE-৩৭ বগুড়া-৫

PE-৪১         বগুড়া-৯        ১৯/১২/১৯৭১

PE-৩৯         বগুড়া-৭        ২২/১২/১৯৭১

PE-৪৪         রাজশাহী-৩    ২৯/১২/১৯৭১

PE-৪৮         রাজশাহী-৭    ০১/০১/১৯৭২

PE-৫৬         রাজশাহী-১৫

PE-৫৭         রাজশাহী-১৬   ২৪/১২/১৯৭১

PE-৬১         পাবনা-৩

PE-৬২ পাবনা-৪       ০১/০১/১৯৭২

PE-৬৫ পাবনা-৭       ২৯/১২/১৯৭১

PE-৬৮        পাবনা-১০      ২৫/১২/১৯৭১

PE-৯১         খুলনা-১

PE-৯২         খুলনা-২       ২২/১২/১৯৭১

PE-৯৫ খুলনা-৫        ০১/০১/১৯৭২

PE-৯৮ খুলনা-৮       ২৫/১২/১৯৭১

PE-১০৪       খুলনা-১৪      ২৯/১২/১৯৭১

PE-১০৯       পটুয়াখালী-৫  ২৩/১২/১৯৭১

PE-১১০       পটুয়াখালী-৬

PE-১১১        পটুয়াখালী-৭  ২৬/১২/১৯৭১

PE-১১৮       বাকেরগঞ্জ-৭  ২৯/১২/১৯৭১

PE-১২৬       বাকেরগঞ্জ-৬  ০  ১/০১/১৯৭২

PE-১২৯       বাকেরগঞ্জ-১৮  ২৪/১২/১৯৭১

PE-১৩১       টাঙ্গাইল-২     ২৩/১২/১৯৭১

PE-১৩৭       টাঙ্গাইল-৮     ২৬/১২/১৯৭১

PE-১৩৯       ময়মনসিংহ-১

PE-১৪০       ময়মনসিংহ-২

PE-১৪১       ময়মনসিংহ-৩  ০৭/০১/১৯৭২

PE-১৪৪       ময়মনসিংহ-৬

PE-১৪৫       ময়মনসিংহ-৭

PE-১৪৬       ময়মনসিংহ-৮  ০৫/০১/১৯৭২

PE-১৪৭       ময়মনসিংহ-৯

PE-১৪৮       ময়মনসিংহ-১০  ০৩/০১/১৯৭২

PE-১৪৯       ময়মনসিংহ-১১  ০১/০১/১৯৭২

PE-১৫২       ময়মনসিংহ-১৪

PE-১৫৩       ময়মনসিংহ-১৫  ৩০/১২/১৯৭১

PE-১৫৬       ময়মনসিংহ-১৮

PE-১৬৩       ময়মনসিংহ-২৫  ১৮/১২/১৯৭১

PE-১৬৪       ময়মনসিংহ-২৬  ১৫/১২/১৯৭১

PE-১৭৩       ঢাকা-১০      ০৪/০১/১৯৭২

PE-১৭৫       ঢাকা-৫

PE-১৭৬       ঢাকা-৬        ০৬/০১/১৯৭২

PE-১৮৮       ঢাকা-১৮      ২৯/১২/১৯৭১

PE-১৯৪       ঢাকা-২৪

PE-১৯৭       ঢাকা-২৭

PE-১৯৮       ঢাকা-২৮      ০২/০১/১৯৭২

PE-২০১       ফরিদপুর-১    ২৯/১২/১৯৭১

PE-২০৩       ফরিদপুর-৩

PE-২০৪       ফরিদপুর-৪    ৩১/১২/১৯৭১

PE-২০৯       ফরিদপুর-৯    ০৭/০১/১৯৭২

PE-২১৩       ফরিদপুর-১৩

PE-২১৪       ফরিদপুর-১৪

PE-২১৯       ফরিদপুর-১৯  ০৩/০১/১৯৭২

PE-২১৬       ফরিদপুর-১৬

PE-২১৭       ফরিদপুর-১৭

PE-২১৮       ফরিদপুর- ১৮   ০৫/০১/১৯৭২

PE-২২১       সিলেট-১

PE-২২২       সিলেট-২      ২৫/১২/১৯৭১

PE-২২৩       সিলেট-৪

PE-২২৪       সিলেট-৫      ২৯/১২/১৯৭১

PE-২৩১       সিলেট-১২

PE-২৩২       সিলেট-১৩     ৩১/১২/১৯৭১

PE-২৪৬       কুমিল্লা-৬

PE-২৪৭       কুমিল্লা-৭      ০৩/০১/১৯৭২

PE-২৫০       কুমিল্লা-১০

PE-২৫২       কুমিল্লা-১২     ৩০/১২/১৯৭১

PE-২৫৯       কুমিল্লা-১৯     ২৬/১২/১৯৭১

PE-২৬০       কুমিল্লা-২০

PE-২৬৩       কুমিল্লা-২৩    ২৫/১২/১৯৭১

PE-২৭৪       নোয়াখালী-৭  ২৯/১২/১৯৭১

PE-২৭৮       নোয়াখালী-১২

PE-২৭৯       নোয়াখালী-১৩ ২৫/১২/১৯৭১

PE-২৮১       চট্টগ্রাম- ১

PE-২৮৪       চট্টগ্রাম-৪              ২৬/১২/১৯৭১

PE-২৮৫       চট্টগ্রাম-৫              ২৩/১২/১৯৭১

 

PE-৬৯ পাবনা ১১ আসনে নির্বাচিত ব্যক্তির মৃত্যুর কারণে ফাঁকা হয়ে যাওয়া আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন আজ সকালে নিম্নোক্ত ঘোষণা প্রদান করেছে।

১লা নভেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে, মনোনয়নের সত্যতা যাচাই হবে ২রা নভেম্বর এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৭ নভেম্বর। ভোট অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

( মর্নিং নিউজ, করাচী- ৪ অক্টোবর, ১৯৭১ )

Scroll to Top