প্রচার ও প্রপাগন্ডার সমন্বয় সম্পর্কে প্রতিরক্ষা সচিবের একটি সাক্ষাৎকার

শিরোনাম সূত্র তারিখ
প্রচার ও প্রপাগান্ডা সমন্বয় সম্পর্কে প্রতিরক্ষা সচিবের একটি নির্দেশনা বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় সেপ্টেম্বর, ১৯৭১

 

হতে-                                                 প্রতিরক্ষা সচিব,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রতি-                                            

১। জনাব এ.মান্নান এমএনএ

২। জনাব তাহের উদ্দিন ঠাকুর এমএনএ (বহিঃ প্রকাশনা বিভাগের ইনচার্জ)

৩। জনাব এম আর আখতার -পরিচালক তথ্য ও প্রকাশনা

৪। জনাব কামরুল হাসান- পরিচালক শিল্প ও চিত্রকলা বিভাগ

৫। জনাব আঃ জব্বার- পরিচালক চলচ্চিত্র বিভাগ

বিষয়ঃ প্রচার এবং প্রোপাগান্ডা সমন্বয় সম্পর্কে বাংলাদেশ সরকার

১। প্রচার এবং প্রোপাগান্ডার ব্যাপারে সরকারের সমন্বিত উদ্যোগ নেয়া উচিত।

যাতে করে যুদ্ধের সামগ্রিক কর্মকান্ডকে সহযোগিতা করা যায়।

২। নিম্নলিখিত নির্দেশিকা গুলো মেনে চলার নির্দেশ দেয়া হলঃ

(ক) মুক্তিবাহিনীর মনোবল বৃদ্ধি করা।

(খ) জনগনের মনোবল বৃদ্ধি করা।

(গ) শত্রু শিবিরের মনোবল হ্রাস করা।

(ঘ) পশ্চিম পাকিস্তানের জনগনের মনোবল হ্রাস করা সেই সাথে তাদের মধ্যে মতবিরোধ তৈরি করা।

(ঙ) বেতার এবং সংবাদে শত্রু শিবিরের প্রোপাগান্ডার ব্যাপারে পালটা প্রতিবাদ করা।

(চ) শত্রু শিবিরের প্রোপাগান্ডার ব্যাপারে পালটা ব্যবস্থা নেয়া।

(ছ) বাংলাদেশের সত্যিকারের অবস্থা বহির্বিশ্বে জানানো।

৩। পরবর্তি নির্দেশনা পরবর্তিতে জানানো হবে।

                                         প্রতিরক্ষা সচিব,সেপ্টেম্বর ৭১

 

Scroll to Top