বাংলাদেশের পত্রিকা প্রকাশনা সম্পর্কে একটি সরকারী চিঠি

শিরোনাম সূত্র তারিখ
বাংলাদেশের পত্রিকা প্রকাশনা সম্পর্কে একটি সরকারি চিঠি বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রনালয় ৬ সেপ্টেম্বর, ১৯৭১

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

 

মেমো নংঃ এইচডি/৪৪/৩                                                                                                                         সেপ্টেম্বর ৬, ১৯৭১

 

প্রেরকঃ                     এম.কে চৌধুরী

সহকারী সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

 

প্রাপকঃ                     জনাব খাজা আহমেদ, এমপিএ

প্রযত্নে উপ-আঞ্চলিক প্রশাসক, বেলোনিয়া জোন

 

‘আমার দেশ’ নামের একটি সাপ্তাহিক বাংলা পত্রিকা প্রকাশ করার অনুমতি চেয়ে আপনার করা আবেদনের প্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে, সরকার এখনো এটির অনুমতি দেয়া বা এর কার্যপ্রণালী কি হবে, সেটির ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। এগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, আপাতত উক্ত পত্রিকাটি আপনাকে প্রদত্ত ঠিকানা থেকে প্রকাশ করার অনুমতি দেয়া হলো।

 

চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার ব্যাপারে জানিয়ে দেয়া হবে। প্রকাশনার একটি করে কপি আপনি মন্ত্রণালয়ে (প্রেস ও প্রকাশনা বিভাগ) এবং সার্কাস এভিনিউ, কলকাতাতে অবস্থিত অতিরিক্ত প্রকাশনা বিভাগে নিয়মিত পাঠাবেন। এটির আরো একটি কপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠাতে হবে।

 

 

(এম.কে চৌধুরী)

 

চিঠির অনুলিপি’র প্রাপকঃ

১) অতিরিক্ত প্রকাশনা বিভাগ, ৯ সার্কাস এভিনিউ, কলকাতা।

২) সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

(এম.কে চৌধুরী)

 

Scroll to Top