মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের একটি চিঠি

শিরনাম উৎস তারিখ
৪২। মুক্তি বাহিনীর সর্বাধিনায়কের একটি চিঠি ১ নং সেক্টরের দলিলপত্র ২৬ নভেম্বর, ১৯৭১

 

ট্রান্সলেটেড বাইঃ Razibul Bari Palash

<১১, ৪২, ৪৯৪>

 

ব্যক্তিগত গোপনীয়

 

 

কর্নেল এম এ জি  ওসমানী. পি এস সি, এম এন এ

সেনাপ্রধান

বাংলাদেশ ফোর্সেস

সি/ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মুজিব নগর

ডি ও নং ২০১৫ এ

২৬  নভেম্বর ৭১

 

প্রিয় রফিক,

 

রেফারেন্স: – হেডকোয়ার্টার বাংলাদেশ ফোর্সেস নং ১০১৫/  ৩০ জুলাই ৭১ এবং জি আই জি  নং

১০১৫ তাং ১৫  নভেম্বর ৭১

 

স্মরণ করিয়ে দেবার পরেও আপনার সেক্টর থেকে বীরত্বের পুরস্কার প্রদানের জন্য সুপারিশ এখনো পাইনি। এটা অন্যায্য হবে যদি সেই সব নিয়মিত ও গনবাহিনীর বীর – যারা আপনার বা আপনার পূর্বসুরীদের  অধীনে লড়াই করেছে (যাদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন) তাদের সন্মানিত না করা হয়।  এবং আমি বলতে বাধ্য হচ্ছি এতে কমান্ডারের অধীনে যারা কাজ করে তাদের মনে কমান্ডারের প্রতি তাদের দিকে যথাযথ মনোযোগের ব্যাপারে বিরূপ ধারনা জন্মাতে পারে।

 

তাই এমতাবস্থায় আপনি অবশ্যই সততার সাথে ২৬  মার্চের আগে সুপারিশ নির্ধারিত ফরমে জমা দিবেন। 

 

 

শুভ কামনা

স্বাঃ / -এম এ  জি ওসমানী

 

 

* পরিশিষ্ট ‘এ’ তে দেয়া হল। হেড কোয়ার্টার বাংলাদেশে ফোর্স নং ১০১৫/এ, ৩০ জুলাই ৭১

প্রিন্টেড ফর্ম ও পাঠানো হল। নং ১০১৫/ এ ২২ সেপ্টেম্বর ৭১

 

মেজর মোঃ রফিকুল ইসলাম

১ নং সেক্টর কমান্ডার

বাংলাদেশ ফোর্স 

ফিল্ড

 

 

গোপনীয়

Scroll to Top