যুদ্ধপরিস্থিতি রিপোর্ট

শিরোনাম উৎস তারিখ
৪৮। যুদ্ধ পরিস্থিতি রিপোর্ট ৯ নং সেক্টরের দলিলপত্র ২৫ সেপ্টেম্বর ১৯৭১

 

ট্রান্সলেটেড বাইঃ Razibul Bari Palash

<১১, ৪৮, ৫০৭>

 

প্রতি – ৯ নং সেক্টর হেড কোয়ার্টার, তাকি

 

বিষয়রিপোর্ট

 

১। বাংলাদেশের উদ্যেশ্যে ২৫  সেপ্টেম্বর ৭১  হেড কোয়ার্টার ত্যাগ করে।

 

২।  ২৭০১০০ টায় মাহেরতলায় পাকবাহিনীর দ্বারা আক্রমণের শিকার হয়। স্থান – থানা – মহেশখালী, যশোর।

 

৩। ০৬০৪০০ অক্টোবর ৭১  আমাদের ভাটিয়াপাড়া  বেতার স্টেশনে হামলা করা হয়।  আমরা সফলভাবে স্টেশন ধ্বংস করি।  আমাদের দিকে কোন ক্ষয়ক্ষতি হয় নাই।  ১৭ জন  পাক সেনা নিহত এবং ৯ জন  গুরুতর  আহত হয়েছে।  ১ (এক) জন রাজাকারও আহত হয়েছে।

 

৪। ১০১০৭১ এ হেড কোয়ার্টারের সাথে স্থানীয় একটি দলের সঙ্গে ভেদরগঞ্জ থানা আক্রমণ করা হয়। ২০ ঘন্টা যুদ্ধের পর থানা ধ্বংস হয়। আমাদের হাবিলদার  মহিউদ্দিন সরদার শহীদ হন। শত্রুপক্ষের ৮৫ জন  পুলিশ এবং রাজাকার নিহত হয়।

 

৫।  ১৫১২০৫ টায় হেড কোয়ার্টার  দামদিয়া গশেরহাটে (মাদারীপুর) পাকসেনাদের উপর অ্যামবুশ করা হয়। সাড়ে পাঁচ ঘন্টা যুদ্ধের পর ১  মেজর, ১  ক্যাপ্টেন সহ ৭২ জন পাকসেনা এবং ৩৫ জন  রাজাকার নিহত হয়। (মোট -১০৭ জন) । ৬৯ জন গুরুতর আহত হয়। আমাদের ১২ জন মুক্তিফৌজ নিহত হয়। এদের ৮ জন হেড কোয়ার্টারের আর ৪ জন স্থানীয়। আমাদের হেডকোয়ার্টেরে তাদের চিকিৎসা দেয়া হয়। বিস্তারিত চিঠিতে দেয়া হবে।

 

স্বা

কমান্ডার

(সাব সেক্টর ফরিদপুর হেড কোউয়ার্টার)

(নূর মোহাম্মাদ)

Scroll to Top