৩রা মার্চ ঢাকায় জাতীয় সংসদের অধিবেশনঃ প্রেসিডেন্ট ইয়াহিয়ার ঘোষণা

<2.150.631-632>

 

ন্যাশনাল এসেম্বলি সভা, ৩ই মার্চ
স্থান ঢাকারাষ্ট্রপতি আদেশ

অফিসিয়াল ঘোষণা, ১৯৭১ এর ১৩ ফেব্রুয়ারী ৩ই মার্চে ঢাকায় ন্যাশনাল এসেম্বলি আহ্বান করা হয়

রাষ্ট্রপতি, জেনারেল এ. এম. ইয়াহিয়া খান মার্চের ৩ তারিখে ঢাকায় দেশের জন্য সংবিধান প্রণয়ন করতে ন্যাশনাল এসেম্বলি ডাকেন

অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, এসেম্বলির ৩১৩ জন সদস্য, যারা ডিসেম্বর দেশব্যাপী নির্বাচনে জয়লাভ করেন, তারা মার্চের ৩ তারিখ ঢাকায় মিলিত হবেন।

সংক্ষিপ্ত ঘোষণায় বলা হয়, “রাষ্ট্রপতি জেনারেল এ. এম. ইয়াহিয়া খান আনন্দের সাথে ৩ই মার্চ, ১৯৭১ সালে প্রাদেশিক এসেম্বলি ভবন, ঢাকায় পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার ন্যাশনাল এসেম্বলি আহ্বান করছেন।”

Scroll to Top