৯ নং সেক্টরের ট্রুপস গঠন সংক্রান্ত তথ্য

শিরোনাম উৎস তারিখ
৯৮। ৯ নং সেক্টরে সেক্টরে ট্রুপস গঠন সংক্রান্ত তথ্য ৯ নং সেক্টরের দলিলপত্র অক্টোবর, ১৯৭১

 

ট্রান্সলেটেড বাইঃ Umaiza Umu

<১১, ৯৮, ৬২৯-৬৩০>

 

 

(১) সেক্টর ট্রুপস নিয়োগের জন্য comd ৯ সেক্টর দ্বারা বোর্ড গঠিত হয়, তার চিঠি দেখ, নং : ০৬২৭/এ, ১০ ই অক্টোবর ১৯৭১, নিম্নবর্ণিত কর্মকর্তা এবং জে. সি. ও, রা সাথে ছিল।

a: সভাপতি : ক্যাপ্টেন এম এন হুদা।

b: সদস্য:

১. লেফটেনেন্ট এম শাহাজাহান (এস.এম.ও)।

২. লেফটেনেন্ট এম আর চৌধুরী।

৩. ক্যাপ্টেন শাহজাহান ( মুজাহিদ )

৪. এস/এম নাজমুল হক।

৫. সাব মাজিদুল হক।

 

(২) সেক্টর HQ তে ১০.১০.১৯৭১ এ একটি বোর্ড সভা বসে।সব সদস্যরা উক্ত সভায় উপস্থিত থাকার জন্য সচেতন ছিলেন, উক্ত সভায় নিম্নলিখিত রেজুলেশন সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়,

a: সেক্টর ট্রুপস এর জন্য নিম্নরূপ যোগ্যতা :

১. শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের মান।

২. বয়স: নতুন নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে ১৭ বছর থেকে ২২ বছর।

৩. শারীরিক অবস্থা:

a: উচ্চতা ৫’,২”

b: বুক ৩২”- ৩৪”

c: ওজন ১১০ পাউন্ড।

 

(৩) বোর্ড আরো সিদ্বান্ত নিয়েছে যে কিছু প্রকারের আনসার ও মুজাহিদের জন্য শিথিলকরণ করা হবে, যারা মুক্তিযুদ্ধের বাহিনীতে ( সক্রিয় সেবা) কাজ করেছে।

(৪) a: নিয়োগের ভিত্তি;

এম এফ এর কর্মীবাহিনীর যারা ইতিমধ্যে বাকুন্দিয়া ক্যাম্পে নিযুক্ত তাদের সবাইকে নতুন কয়েসে সমভাবে পদায়ন করা হবে।

b: মুজাহিদ এবং আনসার এর যারা সেক্টরের অধীনে কাজ করেছে তাদেরকে সেক্টর ট্রুপসে নিয়োগ করা হবে।এফ.এফ (চাকুলিয়া প্রশিক্ষণ) সেক্টর ট্রুপসের জন্য বাকুন্দিয়া ক্যাম্প হতে নিয়োগ করবে।

c: চাকুলিয়ায় প্রশিক্ষিত এফ.এফ বাহিনীর একটি ভালো শতাংশ সেক্টর ট্রুপসে নিয়োগ করা হবে।

d: ডিফেন্স এবং এফ এফ এর কর্মীবাহিনী থেকে নিয়োগ করা হবে না।সেক্টরের অধীনে বিভিন্ন বিকল্প ও যুব শিবির থেকে নিয়োগ করা হবে।

 

(৫) ডকুমেন্টেশন নথিভুক্তকরণ ফরম এবং বাংলাদেশ সরকারের শপথ ফর্ম, সব নিজ নিজ রিক্রুটিং ইউনিট দ্বারা পূরণ করে এবং সেক্টর মেডিকেল এম ই সম্পন্ন করে ১৬ অক্টোবর ১৯৭১ এর মধ্যে বোর্ডে কাগজপত্র জমা দিতে হবে।

(৬) কয়েসের অবস্থান এবং কয়েসের দায়িত্ব নিম্নরূপ হবে।

a: হিঙ্গালগঞ্জ: ২ কয়েস, এ এন্ড ডি, এস/ এস ও জেল।

b: টাকি, জরামন্দির: ২ কয়েস, সি এন্ড বি লেফ: এম. আর. চৌধুরী, এস / এম নাজমুল হক, এন/ সাব এ. হাকিম।

c: টাকি মুজাহিদ ক্যাম্প: এ,ফ’র ক্যাপ্টেন শাহজাহান, সাব. মজিদুল হক, adjt: আলি আকবর।

d: বাকুন্দিয়া ক্যাম্প:এফ লেফ: সুলতান আহমেদ, এস/এম আজম।

 

(৭) সংশ্লিষ্ট সদস্যদের অবিলম্বে ষ্টার্ট নিয়োগ অভ্যর্থনাও দেওয়া হবে যুব শিবির থেকে।

(৮) এম. ও জাহিদ হুসেইন কে থেকে নিয়োগ সম্পূর্ণ হওয়া পর্যন্ত সেক্টরে উপস্থিত থাকার জন্য বলা হয়।

(৯) সাব/ মেজর নাজমুল হক এবং সাব মজিদুল হক বিভিন্ন বাহিনী থেকে বায়োডাটা সংগ্রহ করবে এবং ১২ অক্টোবর প্রতিবেদন জমা দিবে।

(১০) J.C.O.S এবং N.C.O.S এর সংখ্যা সেক্টরট্রুপসের প্রয়োজনীয় হিসাবে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য নিম্নরূপ :- a. J.C.O- ৩৯ b. N.C.O 1.HAV’S – ৫০ 2. Nx’ s- ১৩৫-১৮৫

(১১) পরবর্তী সভার তারিখ; ১২ ই অক্টোবর ৭১, ১৭.০০ ঘটিকায়। স্বাক্ষরিত অধিনায়ক এম.এন হুদা প্রেসিডেন্ট।

 

Scroll to Top