আসন্ন কভেনশনে সরাসরি প্রতিনিধিত্ব চেয়ে ষ্টিয়ারিং কমিটিকে লেখা আইলিংটন কমিটি সম্পাদকের চিঠি

অনুবাদকঃ তন্দ্রা বিশ্বাস

<৪, ৬৪, ১১৬>

শিরোনাম

 

সূত্র

তারিখ
৬৪। আসন্ন কভেনশনে সরাসরি প্রতিনিধিত্ব চেয়ে ষ্টিয়ারিং কমিটিকে লেখা আইলিংটন কমিটি সম্পাদকের চিঠি এ্যাকশন কমিটির দলিলপত্র ১০সেপ্টেম্বর,১৯৭১

বাংলাদেশের জন্য আইলিংটন কমিটি
(১৯৭১ সালে প্রতিষ্ঠিত)
১৮৯. ক্যালেডোনিয়ান রোড, লন্ডন, এন ১
টেলিফোনঃ ০১-৮৩৭ ১৪৮০

তারিখঃ ১০ সেপ্টেম্বর,১৯৭১
                                                                                                                          

পরিচালনা পরিষদ,
১১,গোরিং স্ট্রিট
লন্ডন,ই.সি.২.

জনাব,
আসন্ন অধিবেশনে প্রতিনিধিত্বের প্রশ্নে আমাদের মত প্রকাশ করে আমরা লিখছি। আমরা মনে করি যে অধিবেশনে কোন পরিচায়ক সংস্থা ছাড়াই সকল স্থানীয় দলকে সরাসরি প্রতিনিধিত্ব করতে দেয়া উচিত।
যেহেতু আমাদের দল এ যাবৎকালে স্বাধীন সত্তা হিসেবে ছিল, সেহেতু অধিবেশন আয়োজনের যেকোন অগ্রগতিতে আমাদেরকে অবহিত করার জন্য অনুরোধ করছি।

অভিবাদন এবং আশু জবাব প্রত্যাশী।
                                                                                                                                                                    আন্তরিকতার সাথে
ই. রহমান
                                                                                                                                                                              জি.এস.

Scroll to Top