জরুরী অবস্থা ও পাকিস্তান প্রতিরক্ষা আইন জারী

৭.১০৭. ২৩০

শিরোনাম সূত্র তারিখ
১০৭। জরূরী অবস্থা ও পাকিস্তান প্রতিরক্ষা আইন জারি মর্নিং নিউজ ২৯ নভেম্বর, ১৯৭১

 

পাকিস্তান প্রতিরক্ষা আইন জারি

রাওয়ালপিন্ডি, নভেম্বর ২৮ (এপিপি)- পাকিস্তান কেন্দ্রীয় সরকার দ্বারা পাকিস্তান প্রতিরক্ষা অধ্যাদেশ এর  অধীনে তৈরি পাকিস্তান প্রতিরক্ষা আইন জারি এবং প্রচার করা হচ্ছে। প্রেসিডেন্ট এই অধ্যাদেশ সম্পর্কে অবগত আছেন। এমনকি এই আদেশ সম্পর্কিত একটি গেজেটও গতকাল প্রকাশ করা হয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি বোঝানোর উদ্দ্যেশ্যেই এই আইনটি জারি করা হয়েছে, যা সর্বমোট ২১৩ টি।

গেজেটটি প্রকাশ করা হয় নভেম্বর ২৩, ১৯৭১ তারিখে। গেজেটটি এমন একটি সময়ে প্রকাশ করা হয় যখন বহিঃশক্তির আক্রমনের শংকা তৈরি হয়েছে এবং এ কারনেই জরুরী অবস্থা প্রচার করা হচ্ছে।

 

পাকিস্তান এর প্রেসিডেন্ট কতৃক

জরুরী অবস্থা সম্পর্কিত সরকারি ঘোষনা- নভেম্বর ২৩, ১৯৭১

 

যেহেতু, প্রেসিডেন্ট পাকিস্তান এর উপর বহিশত্রুর আক্রমন এর গভীর আশংকা পোষণ করছেন।

এখন সেকারণেই প্রদেশের সংবিধান অনুযায়ী এবং ১৯৬৯ এর মার্চের ২৫ দিনের দফা লাভের উদ্দ্যেশ্যে প্রেসিডেন্ট তার সকল ক্ষমতা প্রয়োগ মারফত জরুরী অবস্থা ঘোষনা করছেন।

Scroll to Top