দন্ডবিধি সংশোধন আইন জারী

৭.৯৯.২২০

 

শিরোনাম সূত্র তারিখ
৯৯। দন্ডবিধি সংশোধন আইন জারি পাকিস্তান অবজার্ভার ১২ নভেম্বর, ১৯৭১

 

ইসলামাবাদ, নভেম্বর ১১– এপিপির বরাত দিয়ে জানা যায় প্রেসিডেন্ট একটি প্রজ্ঞাপন জারি করেছেন যেটি দ্বারা একটি বিশেষ কোর্ট স্থাপন করতে বলা হয়েছে সেসকল অভিযুক্তদের বিচারের জন্য যারা পাকিস্তানি পিনাল কোড অফিশিয়াল সিক্রেট এক্ট ১৯২৩ (গুপ্তচরবৃত্তি) এর ৩ ধারা এবং শত্রু শক্তি অধ্যাদেশ ১৯৪৩ (শত্রুর সাহায্য করা) এর ৩ ধারানুসারে অপরাধ চক্রান্তে সেকশন ১২০ এর বি, অন্যায় কারাবাসে সেকশন ৩৪২ অথবা আগুন অথবা বিস্ফোরক ব্যবহার করে অপকর্ম চেষ্টায় সেকশন ৪৩৫ এর অধীনে বিচারযোগ্য হবে ।

 

পাকিস্তান সুপ্রীম কোর্টের একজন বিচারককে চেয়ারম্যান এবং হাই কোর্টের একজন বিচারককে সদস্য করে সরকার বিশেষ আদালতটি স্থাপন করবে । এই প্রজ্ঞাপনটির নাম দেয়া হয় “ফৌজদারি আইন সংশোধনী ১৯৭১” (বিশেষ আদালত) যেটি ৮ নভেম্বর, ১৯৭১ সালে (রাষ্ট্রপতি নির্দেশ নং- ১৩, ১৯৭১ অনুসারে ) গঠিত হয় এবং আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় (আইন বিভাগ) কর্তৃক সাধারণ তথ্যের জন্য গতকাল প্রকাশিত হয়।

Scroll to Top