নায়েক হযরত আলির একটি চিঠি

শিরোনাম উৎস তারিখ
৮৪।নায়েক হযরত আলীর একটি চিঠি ৮নং সেক্টরের দলিলপত্র ১ এপ্রিল, ১৯৭১

 

কম্পাইল্ড বাইঃ Rashed Islam

<১১, ৮৪, ৫৭৯>

 

নায়েক হযরত আলী

বন্ধপাড়া পুলিশ ক্যাম্প

১-৪-৭১

 

 

ফরিদপুর থানা বড়বাবু

 

পত্রে আমার সালাম নিবেন। পর সমাচার এই যে বড়বাবু আসরাফ খাঁকে ক্লোজ করার জন্য চাটমোহর থানার বড়বাবু আমার নিকট টেলিফোন করিয়াছেন। তাহার সিপাই ক্লোজ করিয়া নিতে চাহিতেছেন, আমি বলিয়াছি লোক একজন দিয়া তার পরে ছাড়িব নতুবা ছাড়িব না। পরে আবার ফোন করিয়াছেন ঐ সিপাইর নাকি বাসা আছে, ছেলেমেয়ে কান্নাকাটি করে, ওকে ছাড়েন, বাসা দেখিয়া শুনিয়া যাক। আজকে বাসায় খাবার নাই। সেজন্য তাহাকে ছাড়িলাম বিকালে ফিরিয়া আসিবে।কাজেই স্যার আপনি দয়া করিয়া থানা একজন সিপাই দিয়া পাঠাইবেন, আর আমাদের নিকট মাত্র ৬০ রাউন্ড গুলি আছে কিছু গুলি দিয়া পাঠাইবেন। আমরা খুব চিন্তাযুক্ত আছি। সামান্য গুলি আর আমরা তিনজন ছেলে আছি। আমাদেরকে একটু লক্ষ্য করিবেন। আমরা সবসময় পাবলিকের সংগে যোগাযোগ রাখিয়া চলিতেছি।বাকি সব ঠিক আছে।

 

 

নায়েক/৬১১ হযরত আলী

১-৪-৭১

Scroll to Top