পাকিস্তানকে বৈদেশিক সাহায্য দান সম্পর্কে বিতর্ক

শিরোনাম সূত্র তারিখ
পাকিস্তানকে বৈদেশিক সাহায্য দান সম্পর্কে বিতর্ক কমন্স সভার কার্যবিবরণী ৭ মে, ১৯৭১

 

পররাষ্ট্র এবং প্রজাতন্ত্র বিভাগ

পাকিস্তান

 

স্বাধীনতাকালীন সময় থেকে এখনো পর্যন্ত পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে যুক্তরাজ্য মাথাপিছু কি পরিমাণ অর্থসাহায্য দিয়েছে, পররাষ্ট্র ও প্রজাতন্ত্র বিভাগের সচিবের কাছে জনাব স্টোনহাউজ তা জানতে চেয়েছেন।

 

জনাব উড: ১৯৫১-৫২ অর্থবছর থেকে পাকিস্তানকে ব্রিটেন অর্থসাহায্য দেয়া শুরু করে এবং তখন থেকে ১৯৬৯-৭০ অর্থবছর পর্যন্ত পাকিস্তানকে প্রদত্ত মোট অর্থসাহায্যের পরিমাণ ১০৪ মিলিয়ন ইউরো। যেহেতু পুরো অর্থটাই কেন্দ্রীয় সরকারকে দেয়া হয়েছে সেহেতু, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য মাথাপিছু অর্থসাহায্যের হিসাব পৃথকভাবে দেয়া সম্ভব নয়।

 

জনাব উইলকিনসন পরবর্তীতে পররাষ্ট্র এবং প্রজাতন্ত্র বিভাগের সচিবের কাছে আরও জানতে চেয়েছেন, পাকিস্তানে বিশেষ সাহায্য প্রদানের জন্য অন্যান্য দেশের সাথে একযোগে তিনি বর্তমানে কি পদক্ষেপ নিচ্ছেন।

 

জনাব উড: সাহায্য প্রদানকারীদের সর্বশেষ মিটিংয়ে বৃটিশসহ অন্যান্য প্রতিনিধিরা পূর্ব পাকিস্তানে সাহায্য প্রদানের জন্য আন্তর্জাতিক ত্রাণ কর্মসূচিতে অংশগ্রহনের ইচ্ছা প্রকাশ করেছেন। পাকিস্তান সরকার এখনও পর্যন্ত কোন ত্রাণের জন্য আবেদন করেনি, তবে আমার ধারণা অনুযায়ী ব্যাপারটি তাদের বিবেচনায় আছে।

Scroll to Top