বাংলাদেশ গণহত্যার বিরুদ্ধে “ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস অব বাংলাদেশ” আয়োজিত একটি জনসভায় গৃহীত প্রস্তাব

<৪,৯৬,১৬৯>

অনুবাদকঃ ওমর বিন কিবরিয়া

শিরোনাম সূত্র তারিখ
৯৬। বাংলাদেশ গণহত্যার বিরুদ্ধে “ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস অব বাংলাদেশ” আয়োজিত একটি জনসভায় গৃহীত প্রস্তাব “ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস অব বাংলাদেশ” ২৫ জুন, ১৯৭১

 

বাংলাদেশে সংঘটিত গণহত্যার উপর সিদ্ধান্ত

 

২৫ জুন শুক্রবার লেডি জিফোর্ড এর সভাপতিত্বে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত সর্বজনীন মিটিং এ জনাব জন প্ল্যাটস মিলস, কিউ.সি., দ্বারা নিম্নোল্লিখিত সিদ্ধান্ত উত্থাপিত হয়েছিলো এবং জনাব অশোক সেন, ব্যারিস্টার এট-ল (ভারত সরকারের সাবেক মন্ত্রীপরিষদভুক্ত আইন মন্ত্রী) জনাব বিচারপতি আবু এস. চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ কূটনীতিক, জনাব সাকওয়াত হোসেইন, ব্যারিস্টার -এট-ল এবং লর্ড জিফোর্ড, ব্যারিস্টার-এট-ল দ্বারা সমর্থিত হয়েছিলো এবং সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিলোঃ

এই সর্বজনীন মিটিং প্রয়োজনে এর আহবায়কদের ইসলামাবাদে পাকিস্তানের আচরণের এবং ঢাকায় প্রতিষ্ঠিত এর সামরিক শাসন এবং তাদের পরিচালিত করা সামরিক প্রধানদের তদন্তের জন্য গণহত্যা বিষয়ক অধিবেশনে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে নিরাপত্তা পরিষদকে বলার জন্য প্রস্তুতিমূলক কমিটি গঠন করতে জরুরী পদক্ষেপ নেওয়ার  সিদ্ধান্ত নেয় এবং চেষ্টা করুন এবং শাস্তি দিন তাদেরকে যারা গণহত্যা বিষয়ক অধিবেশনের আইন অমান্য করে অপরাধ করেছিলো।

Scroll to Top