মুজিবনগরে বাংলাদেশের বুদ্ধিজীবীদের মুক্তিসংগ্রাম পরিষদ গঠন

<৪,২০৭,৪৫১>

অনুবাদকঃ মাহীন বারী

শিরোনাম সূত্র তারিখ
২০৭। মুজিবনগরে বাংলাদেশের বুদ্ধিজীবীদের মুক্তিসংগ্রাম পরিষদ গঠন এশিয়ান রেকর্ডার

জুন ২৫ – জুলাই ১,

১৯৭১

১৯ মে, ১৯৭১

 

                   বুদ্ধিজীবীদের দ্বারা গঠিত বাংলাদেশ লিবারেশন কাউন্সিল ফোরাম

 

লিপিবদ্ধ বাংলাদেশ বুদ্ধিজীবীগণ যারা আর্মিদের নৃশংসতা থেকে পালাতে সক্ষম হয়েছেন তারা গত ১৯ মে মুজিবনগরে একত্রিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ এ আর মল্লিককে সভাপতি করে “বাংলাদেশ লিবারেশন কাউন্সিল” গঠন করেন।

এই কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য হলঃ

মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারকে সমর্থন ও সহযোগিতা প্রদান, বাস্তুহারা বুদ্ধিজীবী ও প্রযুক্তিবিদদের স্থানান্তরকরণ ও ব্যবহার করণ এবং সাময়িকভাবে রক্ষণাবেক্ষণ, এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে প্রচার করা।

 

কাউন্সিল আরও মুক্তিযুদ্ধ সম্পর্কে ফিচার ও ডকুমেন্টারি ফিল্ম তৈরি করবে, সেগুলো বিভিন্ন বৈদেশিক বুদ্ধিজীবী সংগঠনে পাঠানো হবে যাতে করে মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য “আন্তর্জাতিক বিবেক” দলগোষ্ঠীর গঠন করা যায় এবং আশ্রিতদের জন্য বিনোদন ও প্রচার ব্যবস্থার আয়োজন সম্ভবপর করে তোলা যায়।

Scroll to Top