লাহোর প্রস্তাব বাস্তবায়ন কমিটি গঠন

<02.112.504>
   
শিরোনাম: দৈনিক পুর্ব্দেশ                                       
সুত্র: লাহর প্রস্তাব বাস্তবায়ন কমিটি গঠন                        
তারিখ: ৩০ মার্চ,১৯৭০

লাহোর প্রস্তাব বাস্তবায়ন কমিটি গঠিত

(ষ্টাফরিপোর্টার)

    তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার মুক্তিপ্রাপ্ত দশজন ব্যক্তি “ লাহোর প্রস্তাব বাস্তবায়ন কমিটি’’ গঠন করেছেন। মামলার দুই নাম্বার আসামী লেঃ কমান্ডার মোয়াজ্জেম হোসেন এবং করপোরাল এ,বি,এম আবদুস সামাদ যথাক্রমে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে ।

    কমিটির সম্পাদক এবং যুগ্মসম্পাদক স্বাক্ষরিত প্রেস রিলিজে “সকল রাজনৈতিক’’ ছাত্র,শ্রমিক প্রতিষ্ঠান জনসাধারণ এবং বিশেষ করে যুবসমাজকে কমিটির প্রতি পৃষ্ঠপোষকতা সাহায্য দান এবং আমাদের এক দফার লক্ষ্যকে সাফল্যমণ্ডিত করার আবেদন জানান।

     কমিটিতে অন্যান্যদের মধ্যে ষ্টুয়ার্ড মুজিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এম,এস সুলতান আহমদ এবং সার্জেন্ট আবদুল জলিলকে যুগ্ম-সম্পাদক এবং সুবেদার তাজুল ইসলাম, রিসালদার শাসসুল হক, এস,এস,নূর মোহাম্মদ,ফ্লাইট সার্জেন্ট আবদূর রাজ্জাক এবং এ,বি,এম,খুরশীদ সদস্য মনোনীত হয়েছেন ।

Scroll to Top