স্বাধীনতা প্রতিষ্ঠার আহ্বানে ফরওয়ার্ড স্টুডেন্টস ব্লক

<2.180.708-709>

 

 

                                                             জয়  স্বাধীন বাংলা

                                                 ফরওয়ার্ড স্টুডেন্টস ব্লকের ডাক

                              আপোসের চোরাবালিতে বাংলার এ স্বাধীনতার উদিত সূর্য যেন

                                                             মেঘাচ্ছন্ন না হয়

 

 

সংগ্রামী বন্ধুগণ ,

       সাড়ে সাত কোটি বাঙালীর স্বাধীনতা সংগ্রাম চলছে – ঘরে ঘরে আজ স্বাধীন বাংলার পতাকা । দুই যুগ ধরে যারা বাঙলার রাজনৈতিক , সামাজিক আর অর্থনৈতিক ঐতিহ্যের চিহ্নটুকু নিশ্চিহ্ন করার জন্য স্বৈরাচারের নির্মম , হিংস্র নখরের ধাবা এ বাঙলার মাটিতে চালিয়েছিল – জাগ্রত বীর বাঙালীর রুদ্ররোষের মুখে আর কালের অবধারিত বিচারে বাঙলার মাটি থেকে উৎখাত হয়ে আজ তারা আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবার পথে ।

 

সংগ্রামী সাথী ভাইবোনেরা ,

স্বাধীনতা প্রতিষ্ঠার এ দুর্যয় সংগ্রামকে খতম করার নিমিত্তে শোষক চক্রের  কারসাজির  জাল বিস্তার সবিশেষ লক্ষণীয় । মুক্তিপাগল বাঙালিরা শোষকদের দু একটি কারসাজির মুখোশ ইতিমধ্যেই আঁচ করতে সক্ষম হয়েছে ।

 

বাঙলার জনপদ আজ বাঙলার বীর মুক্তিফৌজদের রক্তে রঞ্জিত । বিদেশী সেনাদের পদচারণা বাঙলার মাটি আজও অপবিত্র ও কলঙ্কিত ।

 

এরই পটভুমিতে সে রক্তশোষকদের রুদ্ররোষের দাবানলের বহ্নিশিখা সাময়িক ক্ষীণতর হয়ে এ  বাঙলার মানুষের নজ্য কুম্ভীরাশ্রু করা আরম্ভ করেছে ।

 

                                                                                                                                                                                             মুক্তিকামী জাগ্রত ভাইবোনেরা,

       ইয়াহিয়া – ভুট্টো – কাইয়ুম  চক্র আজ আপোসের চোরাবালি সৃষ্টি করতে যাচ্ছে । প্রসাদচক্রের এ বিস্তারিত জালের পতন অবশ্যম্ভাবী কিন্তু আজ আমাদের সর্বাগ্রে আপোসের সে জালে পদচারণা থেকে বিরত থাকার শপথ নিতে হবে ।

 

সংগ্রামের ঐতিহ্যবাহী নিপীড়িত বাঙালী যদি পশ্চিমাদের সে আপোসের চোরাবালিতে পদচারণা করে তাহলে যুগের নির্ধারিত স্থানে আর ইতিহাসের অবধারিত কলঙ্কিত অধ্যায়েই বাঙালীদের স্থান হবে । আজকের এ স্বাধীনতা সংগ্রামের নায়কদের এ শিক্ষা গ্রহন করা উচিত হবে , নচেৎ তাদেরকেও  পলাশীর বিশ্বাসঘাতকদের দলেই ইতিহাসের রূড় বাস্তব চিহ্নিত করে রাখবে ।

 

পরিশেষে বাংলার সাড়ে সাত কোটি জাগ্রত স্বাধীনতাকামী ভাইবোনদের নিকট আমাদের আকুল আবেদন , টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত  বাংলার  ঘরে ঘরে মাতৃভূমি বাংলাকে স্বাধীন করার যে দুর্জয় প্রতিজ্ঞা গর্জে উঠেছে তাকে যেকোন মূল্যে বাঁচিয়ে রেখে “ স্বাধীন সমাজতান্ত্রিক বাঙলা দেশ “ গঠন করতে হবেই । এরই প্রেক্ষিতে সর্বস্তরে ‘বাঙলা  যুক্তিফ্রন্ট ‘ ( Bengal Liberation Front ) গঠন করুন , গ্রামে – গ্রামে , নগরে – নগরে , মুক্তি ফৌজ গড়ে তুলুন আর স্বাধীনতা সংগ্রামকে সঠিক গতিতে এগিয়ে নিয়ে চলুন । জয় আমাদের অবশ্যম্ভাবী ।

 

                                                                                                               জয়  স্বাধীন  বাঙলাঃ

 

                                                                                                               বিনীত-

 

                                                                                                               মোঃ  লুতফর রহমান

                                                                                                                সভাপতি

 

                                                                                                            সৈয়দ ওয়াজেদুল করিম

                                                                                                            সাধারণ সম্পাদক

Scroll to Top