১৩৬. ৬ সেপ্টেম্বর বাংলাদেশের ডাক টিকিট

জেসিকা গুলশান তোড়া

<৬,১৩৬,২২৪>

.

শিরোনামঃ বাংলাদেশের ডাকটিকিট

সংবাদপত্রঃ জন্মভূমি ১ম বর্ষঃ ৭ম সংখ্যা

তারিখঃ ৬ সেপ্টেম্বর, ১৯৭১

.

বাংলাদেশের ডাকটিকিট

কলিকাতার কূটনৈতিক মিশন-প্রধান জনাব হোসেন আলী বাংলাদেশের নতুন ডাকটিকিটের প্রদর্শন  সম্প্রতি আরম্ভ করেছেন। এই ডাকটিকিটগুলির পরিকল্পনা করেছেন লন্ডন প্রবাসী বিশ্ববিখ্যাত বাঙ্গালী শিল্পী বিমান মল্লিক।

.

মোট আট রকমের ডাকটিকিটের মধ্যে দশ পয়সার টিকিটে আছে বাংলাদেশের মানচিত্র, বিশ পয়সার টিকিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকান্ডের প্রতীক, পঞ্চাশ পয়সার টিকিটে সাড়ে সাত কোটি বাঙ্গালীর প্রতীক। এক টাকার টিকিটে বাংলাদেশের পতাকা, দুই টাকার টিকিটে আওয়ামী লীগের ৯৮% ভোটে বিজয়ের প্রতীক, তিন টাকার টিকিটে স্বাধীন সরকারের ঘোষণার প্রতীক, পাঁচ টাকার টিকিটে শেখ মুজিবের ছবি, দশ টাকার টিকিট বাংলাদেশের সমর্থনের জন্য আবেদনের প্রতীকবাহী।

Scroll to Top