২০শে আগস্ট অনুষ্ঠিত কনভেনশন সাব-কমিটির সভার আলোচ্যসুচি ও কার্যবিবরণী

<৪, ৫৮, ১০৬-১০৮>

অনুবাদকঃ নাবিলা ইলিয়াস তারিন

শিরোনাম সূত্র তারিখ
৫৮। ২০শে আগস্ট অনুষ্ঠিত কনভেনশন সাব-কমিটির সভার আলোচ্যসুচি ও কার্যবিবরণী এ্যাকশন কমিটির দলিলপত্র ১০ আগস্ট, ১৯৭১

 

অধিবেশন সাব-কমিটির ১ম সভার আলোচ্য সুচি অনুষ্ঠিত হবে শুক্রবার, ২০শে আগস্ট, ১৯৭১ সন্ধ্যা ৬টায়, ১১ গোরিং স্ট্রিট, লন্ডন কে.সি.৩-তে

১। যুক্তরাজ্য অধিবেশনকে সকল বাঙালির কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য যৌক্তিক কোন পন্থা বের করা।
২। ভবিষ্যতে কিসের ভিত্তিতে কাউন্সিলে (গঠিত হবে) প্রতিনিধিত্ব করা হবে তা নির্ধারণ করা।

৩। ভবিষ্যতের কেন্দ্রীয় কর্ম পরিষদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অবকাঠামো নির্ধারণ

ক.পারিষদের সংখ্যা
খ.নির্বাহী কমিটির সদস্য সংখ্যা

গ.তিনজন ট্রাস্টি নির্বাচন করা

৪। জনাব আজিজুল হক ভুঁইয়া উপস্থাপিত খসড়া সংবিধান অথবা সভার অন্য যে কোন সদস্যের দ্বারা উপস্থাপিত খসড়া পর্যালোচনা, উন্নিতকরন, পরিবর্তন কিংবা সংযোজন করা।

৫। বাংলাদেশের অস্থায়ী সরকারের বিশেষ প্রতিনিধির নির্দেশনায় স্বাধীনতা আন্দোলনের স্বপক্ষে কাজ করবার জন্য বাঙালিকে একটি ঐক্যবদ্ধ মাধ্যম প্রদানের লক্ষ্যে কনভেশন আহ্বানের প্রতি দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
উপরোক্ত আলোচ্য সূচি নিয়ে সভা সন্ধ্যা ৭:২০ মিনিটে শুরু হয়ে শেষ হয় রাত ১২:২০ মিনিটে। পরিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে অত্যন্ত সাফল্যের সাথে আলোচ্য সূচির ৩ নাম্বার পয়েন্ট পর্যন্ত সবকিছু শেষ করা হয়। সকল বিষয়ের পক্ষে সর্বসম্মতিক্রমে সমাধান করা হয়। এই কার্যধারা এবং সমাধান নথিভুক্ত করা, অধীত হওয়া এবং অধিবেশন কমিটির সকল সদস্যদের দ্বারা স্বাক্ষর করা হয়েছিল।

আলোচ্য সূচির বাকি বিষয়গুলো অধিবেশন কমিটির পরবর্তী সভায় পর্যালোচনা ও নির্ধারণ করা হবে, যা অনুষ্ঠিত হবে ২৪শে আগস্ট ১৯৭১, মঙ্গলবার দুপুর ৩টায়। 

জনাব আজিজুল হক ভুঁইয়ার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়, যিনি পরিচালনা সংসদের আহ্বায়ক এবং একই সাথে অধিবেশন কমিটির সভা আহ্বানের জন্য কমিটির মাধ্যমে আহ্বায়ক নির্বাচিত হন।

                                                                                                           আজিজুল হক ভুঁইয়া

সভার কার্যবিবরণী এবং সমাধান


১। অধিবেশন কমিটির সভা আহ্বানের জন্য এবং সভার প্রতিটি সদস্য একজন অপরজনের সাথে যোগাযোগের জন্য ম্যানচেস্টারের জনাব মতিন একজন আহ্বায়ক নির্বাচনের প্রস্তাব দেন।

শেখ আব্দুল মান্নান এবং এ.এম.তরফদার কনভেনশন কমিটির আহ্বায়ক হিসেবে যৌথভাবে জনাব আজিজুল হক ভুঁইয়ার নাম প্রস্তাব করেন এবং জনাব গাউস খান, এ.মতিন, আরব আলি, ও জনাব ভুঁইয়া এই প্রস্তাবে সমর্থন দেন।

অধিবেশন কমিটির নামে এবং যৌথ আহ্বায়কের অধীনে নিজ নিজ ইউনিট এবং অন্যান্য সকল প্রতিষ্ঠানে যোগাযোগমন্ত্রী প্রেরণ করতে হবে।
১ম আলোচ্যসূচি উত্থাপন

১।সকল বাঙ্গালির কাছে গ্রহণযোগ্য করার জন্য যৌক্তিক কোন পন্থা বের করা( ইউ.কে কনভেনশন)
উপরোক্ত আলোচ্যসূচি তে প্রতিটি শহরে একটি পরিষদের অধীনে সকল প্রতিষ্ঠান সমন্বয় করার বিষয়ে সভার সকলে একমত পোষন করেন।একটি শহরের মধ্যে যদি কোনপ্রকার অমিল বা মতানৈক্য হয় তবে কমিটিগুলোকে একত্রিত করার জন্য কমিটি তার সকল ক্ষমতা ও প্রভাব ব্যাবহার করবে।

                                                                                     (স্বাক্ষরিত)গাউস খান                                                                                                   এ.মতিন                                                                                                   শেখ আব্দুল মান্নান                                                                                                   এ.এইচ.ভুঁইয়া                                                                                                   এ.এম.তরফদার                                                                                                    আরব আলি

২য় আলোচ্যসূচি
ভবিষ্যতে কিসের ভিত্তিতে কাউন্সিলে(গঠিত হবে) প্রতিনিধিত্ব করা হবে তা নির্ধারণ করা।

জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্বের ব্যাপারে সকলে একমত হন।গ্রহণযোগ্য আনুমানিক জনসংখ্যার তথ্যের ভিত্তিতে নিম্নোক্ত ভাবেঃ
সাউথ ইংল্যান্ড                                  ৩০.০০()
মিডল্যান্ডস                                    ২৫,০০০

ল্যাঙ্কশায়ার                                     ৯,০০০
ইয়র্কশায়ার                                     ৫,০০০
স্কটল্যান্ড.ওয়ালেস
ইষ্ট এংলিয়া                                     ৩,০০০

ছাত্র,নারী এবং
ডাক্তার                                        ৭২,০০০
                                                                                           

                                                                                     (স্বাক্ষরিত)শেখ আব্দুল মান্নান

                                                                                                   এ.মতিন

                                                                                                   এ.এইচ.ভুঁইয়া

                                                                                                   আরব আলি
                                                                                                   এ.এম.তরফদার
                                                                                                    গাউস খান ।

৩য় আলোচ্যসূচি

উত্থাপন-ভবিষ্যতের কেন্দ্রীয় কর্ম পরিষদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অবকাঠামো নির্ধারণ এবং যারা এ ব্যাপারে একমত তাদের সংখ্যা নিম্নরূপঃ
সবমিলিয়ে ২১৬ পারিষদের বিবরণ উপস্থাপন করা হল-
সাউথ ইংল্যান্ড                                  ৯০
মিডল্যান্ডস                                     ৭৫

ল্যাঙ্কশায়ার                                     ২৭
ইয়র্কশায়ার                                     ১৭
স্কটল্যান্ড                                       ৩
কার্ডিফ                                        ২
ইষ্ট এংলিয়া                                     ২

                                           ২১৬

এবং
নির্বাহী কমিটির সদস্য-
সাউথ ইংল্যান্ড                                   ১০
মিডল্যান্ডস                                       ৯

ল্যাঙ্কশায়ার                                       ৫
ইয়র্কশায়ার                                       ৩

                                               ২৭
এবং
পারিষদদের মধ্যে হতে তিনজন ট্রাস্টি নির্বাচন

 

(স্বাক্ষরিত)গাউস খান

এ.এইচ.ভুঁইয়া

আরব আলি

শেখ আব্দুল মান্নান
                                                                                                  এ.মতিন                                                                                           এ.এম.তরফদার।

Scroll to Top