২৮. ২৬, ২৯ অক্টোবর ডেলিগেশন, গণমিছিল

কম্পাইলারঃ শফিকুল ইসলাম

<৬, ২৮, ৬১১> 

শিরোনাম সংবাদপত্র তারিখ
ডেলিগেশন গণমিছিল বাংলাদেশ সংবাদ পরিক্রমা

৩৬ তম ও ৩৭তম সংখ্যা

২৬ ও ২৯ অক্টোবর, ১৯৭১

 

২৬ অক্টোবর

কনজারভেটিভ কনফারেন্স ডেলিগেশন

ষ্টিয়ারিং কমিটির এক প্রতিনিধিদল অম্প্রতি অনুষ্ঠিত কনজারভেটিভ পার্টির কনফারেন্স বাংলাদেশের পক্ষে প্রচারকার্য চালান। এহিয়ার বর্তমান জংগী মনোভাবাপন্নতার জন্য কয়েকজন ইয়ং কনজারভেটিভ বাংলাদেশের পক্ষে কাজ করবেন বলে মতামত দিয়েছেন। তাঁরা সম্মিলিতভাবে আলেক ডগলাস হোমকে অনুরোধ করবেন বলে জানান। ষ্টিয়ারিং কমিটির তরফ থেকে মিস সুমাইয়া খানম, জাকারিয়া চৌধুরী, ছাত্র সংগ্রাম পরিষদের মানিক, আবদুল হাই, বার্মিংহামের জহুর আলী, ইসমাইল আজাদ, মিঃ পাশা প্রভৃতি যোগ দেন।

২৯ অক্টোবর

বাংলাদেশের স্বীকৃতির দাবীতে বিরাট গণ-মিছিল

বাংলাদেশ ষ্টিয়ারিং কমিটির উদ্যোগে বাংলাদেশের স্বীকৃতির দাবীতে আগামী শনিবার ৩০শে অক্টোবর ১৯৭১ বেলা দেড় ঘটিকায় এক বিরাট জনসভা ও গণ্মিছিলের আয়োজন করেছেন। সভায় বিচারপতি চৌধুরী ছাড়াও বৃটিশ পার্লামেন্টের সদস্যদের কয়েকজন ও বাংলাদেশ থেকে আগত আওয়ামী লীগের ৪ জন এম-এন-এ ও ও এম-পি-এ এবং বিভিন্ন আঞ্চলিক কমিটির প্রতিনিধিগণ বক্তৃতা করবেন।

সভাশেষে মিছিল হাউডপার্ক স্পীকার্স কর্ণার হতে আরম্ভ করে ব্রুক ষ্ট্রীট ক্লারিজেস হোটেল হয়ে হ্যানোভার স্কোয়ারে শেষ হবে।

লন্ডনে মিসেস ইন্দিরা গান্ধীর আগমন উপলক্ষে এই জনসভা ও মিছিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের স্বীকৃতির দাবীতে এক স্মারকলিপি মিসেস গান্ধীকে দেওয়া হবে।

Scroll to Top