10

Nowshaba Tabassum

আমার কাছে মুক্তিযুদ্ধ মানে ছিল মায়ের কাছে শোনা গল্প কিংবা হুমায়ূন আহমেদের বই। যুদ্ধ দলিলের কাজ করতে এসে মুক্তিযুদ্ধ সম্বন্ধে খুঁটিনাটি জানতে পারি। আমার বন্ধু অপরাজিতা নীলের হাত ধরে আমার এই মহান কাজের সাথে পথচলা শুরু হয়। আশা করছি এইবার দেশ ও জাতি কিছুটা হলেও সঠিক ইতিহাস জানবে, কোন ভুল-ভ্রান্তি থাকবে না। একটা সময় বাচ্চাদের ভুল ইতিহাস পড়ানো হয়েছে। এই ধরনের ভুল তথ্যের অবসান হোক।