12

Sajib Barman

আমাদের সর্বোচ্চ গর্বের জায়গা মুক্তিযুদ্ধ। বাঙালি হিসেবে এই গৌরব যেমন আমরা বহন করি তেমনি এর সঠিক ইতিহাস পুনরুদ্ধার, প্রচার এবং বিকৃতি রোধের দায়িত্বও আমাদেরই বটে। কিছুদিন আগেও ইতিহাস বিকৃতির একটি ধারা আমাদের দেশে চলে আসছিল,যা সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ মাত্রায় দাঁড়িয়েছে। স্বাধীনতা বিরোধী চক্রগুলোর এই হীন কাজের বিরুদ্ধে দাঁড়াবার সঠিক পন্থাগুলোর একটি আমাদের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস অবাধ, মুক্ত ও সহজলভ্য করে সবার সামনে তুলে ধরা। এতে সাধারণ জনগণ যেমন সঠিক ইতিহাস জানতে ও বুঝতে পারবে, তেমনি আমাদের নতুন ও আগামী প্রজন্ম পুনরায় বিভ্রান্তি থেকে মুক্তি পাবে।