12

Tashrik Mohammad Sikder

“কবে যে পাবো মুক্তিযুদ্ধের দলিলপত্র এর সকল খণ্ডের অনুবাদ একত্রে” এই একটি প্রশ্ন অন/অফলাইনে শিক্ষিত মুক্তিযুদ্ধের স্বপক্ষভুক্ত প্রায় সকলেরই কাছে শুনি। শুনতে ভালোই লাগে। শুধু আক্ষেপই নয় কষ্ট পাই যখন দু’দশপাতা অনুবাদের জন্যে পর্যাপ্ত ভলান্টিয়ার এর অভাব শুনতে এবং অনুভব করতে হয়। তবু একটি বাক্যের ভালোলাগায় সব ভুলে যাই, যখন যুদ্ধদলিল নিয়ে লিটারারিলি মাটি কামড়ে পরে থাকা কয়েক ভাই-বোনদের কাছে শুনি জয় বাংলা!