অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে চাঁদা সংগ্রহের আহবান সম্বলিত কর্নেল ওসমানীর চিঠি

<৪,১০৭,১৯০>

অনুবাদকঃ মাহিন বারী

শিরোনাম সুত্র তারিখ
১০৭। অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে চাঁদা সংগ্রহের আহবান সম্বলিত কর্নেল ওসমানীর চিঠি এ্যাকশন কমিটির দলিলপত্র ২৯ নভেম্বর, ১৯৭১

 

        গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 

কর্নেল এম এ জি ওসমানী, পিএসসি

এমএন এ

কমান্ডার-ইন-চীফ

বাংলাদেশ ফোরসেস

প্রযত্নে – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মুজিবনগর

ডিওনং ১১৫১ এ

২৭ নভেম্বর, ‘৭১

 

 

জনাব রাজ্জাক,

 

১০ আগস্টের বিচারপতি এ এস চৌধুরীর নিকট প্রেরিত চিঠি সম্বলিত আপনার ১৮ অক্টোবর, ‘৭১ এর চিঠির জন্য আপনাকে অনেক ধন্যবাদ, যা আমি ২৬ নভেম্বর, ‘৭১ এ হাতে পেয়েছি। যুক্তরাজ্যে আপনি যে তহবিল সংগ্রহ করেছেন, তার কিয়দংশ একত্রীভূত করবার পরামর্শ দেবার মাধ্যমে আপনি যে ভরসা প্রদর্শন করেছেন আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমার মনে হয়, আমার কাছে তহবিল পৌঁছে দেবার ব্যাপারটি ঠিক হচ্ছে না। আমার লোকদের প্রতি আমার উপদেশ হচ্ছে যুক্তরাজ্যে তারা যেন অস্ত্র ক্রয়ের নিমিত্তে যত বেশি সম্ভব অর্থ সংগ্রহ করে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন অর্থ যাতে যুক্তরাজ্যেই থাকে এবং অত্যন্ত সতর্কতার সাথে অস্ত্র ক্রয়ের সময় বিনিময় করা হয়।

 

মুক্তিবাহিনীর প্রতি আপনার অবদান রাখবার প্রয়াসকে আমি গভীরভাবে সাধুবাদ জানাচ্ছি। আপনার পরিস্থিতিতে আমি মনে করি যুক্তরাজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবেন বিশেষ করে আমাদের লোকদের মাঝে ঐক্য বজায় রাখা এবং স্বাধীনতা যুদ্ধের প্রতি সমর্থন অব্যাহত রাখবার ক্ষেত্রে।

 

যথাযথ সম্মানপ্রদর্শনপূর্বক

 

একান্ত বাধ্যগত

 

এম এ রাজ্জাক খান চৌধুরী  এসকিউআর

 

৬ ব্রিটানিয়া রোড

দক্ষিণ সাগর

পোর্টসমাউথ

যুক্তরাজ্য

Scroll to Top