অনুবাদঃ রাইসা সাবিলা
<৭,৬,২৪> ৫০১৯
শিরোনাম | সূত্র | তারিখ |
৬। সামরিক বিধান সমুহ পরীক্ষা করে দেখতে পাকিস্তানের আপত্তি নেইঃ অস্ত্র পরিবহনের অভিযোগের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র বিভাগের বিবৃতি | পাকিস্তান অবজার্ভার উদ্ধৃতিঃ ডন |
২ এপ্রিল, ১৯৭১ |
সামরিক বিমানের পর্যবেক্ষণের জন্য পাকিস্তান প্রস্তুত
কলম্বো, ৩০ মার্চঃ পাকিস্তানী পররাষ্ট্র মন্ত্রনালয়ের সংবাদ সুত্র হতে আজ জানানো হয় যে, সিলনের বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি নেয়ার জন্য অবতরনকারী পাকিস্তানের দুই অংশে যোগাযোগ রক্ষাকারী বিমানসমুহ কেউ অনুসন্ধান করতে চাইলে তারা সাগ্রহে আমন্ত্রন জানাবে।
কিছু সংবাদ প্রতিবেদনে গুজব ছড়ানো হচ্ছে যে উক্ত বিমানবন্দরটি পাকিস্তানী সামরিক বিমানবাহিনী অস্ত্র পরিবহনের ঘাটি হিসেবে ব্যবহার করছে, যেন সশস্ত্র হামলা চালিয়ে পূর্ব পাকিস্তানে গড়ে উঠা প্রতিরোধ সমূলে উৎপাটিত করতে পারে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার এই আহবান জানায়।
সিলন বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রদানকৃত ছাড়পত্রে উল্লেখ করেছে যে, উক্ত সামরিক বিমানগুলো কোন ধরনের অস্ত্র বা গোলাবারুদ বহন করছেনা।
-ডন।