<৪,১৮০,৩৫৯>
অনুবাদকঃ স্বজন বনিক
শিরোনাম | সূত্র | তারিখ |
১৮০। “আমরা”গোষ্ঠীর প্রচার তৎপরতা সম্পর্কে একটি প্রতিবেদন | “আমরা” | ২৪ জুন,১৯৭১ |
জাকার্তায় আমাদের প্রতিনিধির প্রতিবেদনটি দেখা হয়েছে এবং মূল বিষয়গুলি চিহ্নিত করা হয়েছে। প্রচার বিভাগ দ্বারা গৃহীত পদক্ষেপগুলিঃ
(১)আমাদের প্রতিনিধিকে “জয় বাংলা”এর সাপ্তাহিক কপি প্রেরণ করা।
(২)যেসব সংবাদপত্র আমাদের সমর্থন যুগিয়েছে তাদের তালিকা তৈরি করা ও ঠিকানা যোগাড় করা। এই দুইটি বিষয়ের ওপর ভিত্তি পদক্ষেপ নেয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও যথাযথ প্রচারণার উপকরণ উপরোক্ত সংবাদপত্রগুলোকে সরবরাহ করা হবে।
জাকার্তার যেসব পত্রিকা আমাদের কার্যে সমর্থন দিয়েছেসেইসব পত্রিকাগুলো বরাবর শুভেচ্ছাপত্র পাঠানো হচ্ছে। যেসব টেলিভিশন ও রেডিওতেও ভাল সাড়া দিচ্ছে এবং ধন্যবাদ তাদেরও প্রাপ্য।
জাকার্তায় আমদের প্রতিনিধির ঠিকানা
“আমরা”
ডি.জে.এল পেমান্দাগান ১১/১০
জেনারেল সাহারি আন্টজল
দীপন, এ.আই.পি
জাকার্তা, ইউটারা
এ.পি.এ
জনাব সালাউদ্দিন
প্রেরক
বৈদেশিক প্রচারণা বিভাগ