‘আমরা’ গোষ্ঠীর তৎপরতা এবং অর্থনৈতিক অবস্থা জানিয়ে বাংলাদেশ সরকারকে লিখিত চিঠি

<৪,১৮৯,৩৭৫-৩৭৭>

অনুবাদকঃ কাজী ইসরাত জাহান তন্বী

শিরোনাম সূত্র তারিখ
১৮৯। ‘আমরা’ গোষ্ঠীর তৎপরতা এবং অর্থনৈতিক অবস্থা জানিয়ে বাংলাদেশ সরকারকে লিখিত চিঠি ‘আমরা’ ৩১ আগস্ট, ১৯৭১

জাকার্তা-৩১শে অগাস্ট,১৯৭১

প্রিয় হোসেইন আলি সাহেব,

গত সপ্তাহে আপনাকে আমরা শুরুর দিককার কিছু সদস্যদের নাম, কোড এবং কাজের অবস্থা জানিয়ে চিঠি দিয়েছিলাম। চিঠি প্রাপ্তি হয়ত স্বীকার করে থাকবেন।

    জনগন সহানুভূতিশীল হলেও নীতিনির্ধারকেরা তাদের কাঠিন্যের ব্যাপারে অনড়। আমরা প্রতিনিয়ত সহানুভূতিশীলদের এবং অন্যান্য বিখ্যাত মানুষদের কী হচ্ছে, কী পাচ্ছি তা জানাচ্ছি এবং পাঠকদের প্রতিনিয়ত আমাদের অবস্থা জানাচ্ছি যাতে তারা এই বিষয়ে জানতে পারে। শুরুর দিকে এবং তাড়াহুড়ার মধ্যে উপকরনের অপার্যপ্ততার মধ্যেও কামালের রচিত “পাকিস্তান-এর জন্ম এবং মৃত্যু” শীর্ষক একটি রচনা পত্রিকায় প্রকাশ পায়। এটি বাংলাদেশের ইতিহাস এবং বর্তমান আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের বিস্তৃত বর্ননা্র প্রতিনিধিত্ত করে। এই পত্রিকা অসংখ্য রাজনিতিবিদ, নেতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ দ্বারা প্রচারিত হয়েছিল। আপনি নিশ্চত থাকতে পারেন যে, এই প্রচার অবশ্যই কিছু মানুষকে প্রভাবিত করবে। এক কপি আপনাকে পাঠালাম। পুনরায় প্রাচারিত হবার সময় কি কি বিষয় পরিবর্ধন ,পরিমার্জন করা লাগবে দয়া করে এই বিষয়ে উপদেশ দেবেন।

আপনি আমাদের সম্পদের অপ্রতুলতার কথা জানেন। তা থেকে একটি পঞ্চাশ ডলারের ডোনেশন পাঠালাম। আমরা কিছু পরিমান অর্থ বিভিন্ন ক্যাবল, বিশিষ্ট ব্যক্তিদের এবং মুসলিম নেতাদের চিঠি পত্র পাঁঠাতে ব্যায় করেছি। স্থানীয় খরচাও প্রচুর। এই সব খরচার বেশীরভাগ কামাল ই যোগাচ্ছে। তবে তাকে আর যারা সাধ্যমত তাকে চেষ্টা করছে, তারা হলঃ

১। রুমি

২। রোহানি(জনাব এ এইচ সরকার)

৩। সাপড়ি(জনাব রুহুল আমিন)

ইতোমধ্যে আমরা জনাব মাকসুদ সাহেব কে একটি চিঠি দিয়ে অনুরোধ করেছি যাতে সমাজে, রাজনীতিতে, সাংবাদিকতায় প্রভাবশালি তালিকাভুক্ত ১০ জন ব্যাক্তির নিকট নিয়মিত “দ্য পিপল” পাঠাতে। পত্রিকার খরচ আমরা  নিজেরা খরচ বহনের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছি এবং সে মত এতদসংগে ২৫ডলার প্রেরণ করছি। এ ব্যাপারে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা জানালে কৃতজ্ঞ থাকব।

আমাদের কাজ প্রতিনিয়তই কঠিন হচ্ছে তাই আমাদের সরকারের কর্মকান্ডের খবরাখবর যদি সাধারন মানুষের পাশাপাশি সাংবাদিক এবং ওইসব লিস্টেড বিখ্যাত মানুষদের জানাতে পারি এবং তাদের যদি পাশে পাই তাহলে আমরা বিনা ডাকমাসুলে প্রচারনা চালাতে পারব।

  আমরা আপনাকে  আরও অনুরোধ করেছিলাম যেন অন্যান্য দেশে বাংলাদেশের মিশন/এসোসিয়েশন/অর্গানিজেশনের ঠিকানা  পাঠানো হয়। এর ফলে আমরা তথ্য ও পরামর্শ প্রদান করতে পারব। আপনি আশু পদক্ষেপ নিলে চির কৃতজ্ঞ থাকব।

   শ্রদ্ধা সমেত

                                              জয় বাংলা

                   বিনীত নিবেদক,

                                               (আমোরা)

জনাব হুসেইন আলি,

হেড অব বাংলাদেশ মিশন,

৯ সার্কাস এভিনিউ,কলকাতা-১৭

ভারত

                                                       আমোরা

                                                       জাকার্তা

 

 

 

অনুদানসমুহ

(৩১অক্টোবর, ১৯৭১ অনুযায়ী)

নাম                                          ইউএস ডলার                          ইন্ডন.আরপি

০১.কামাল           —             ৫০/-                         ৫২,০০০/-

০২.সুফি          —             —                             —

০৩.রুমি            —          ৩৫/-                            —

০৪.সাপড়ি           —                 ২০/-                                   —

০৫.রূহানী                —            ২০/-                                      

০৬.আনসার(নিজ খরচ সমেত হামিদকেও

সাহায্য করেছে)                                                                ১০,০০০/-

                      ——————————————

মোট  ১২৫                          ৬২,০০০/-

অথবা,১৬০ ইউএস ডলার

খরচাসমুহ

                            (৩১/১০/১৯৭১ অনুযায়ী)

১,বাংলাদেশ মিশনে প্রেরিত রেমিটেন্স                     ৫০/-                      —

(জনাব হুসেইন আলি)

২,বিভিন্ন কাগজ পত্র বাবদ

বাংলাদেশ মিশনে প্রেরিত রেমিটেন্স                        ২৫/-                              —

(জনাব মাকসুদ আলি)

৩, একটি টাইপ রাইটার ক্রয় বাবদ

(পুরাতন)                                                                                 ১২০০০/-

৪,জাতিসংঘ এবং অন্যান্য

আন্তর্জাতিক চিঠিপত্রের ডাকমাসুল বাবদ                                               ২০০০০/-

৫,সুফি এবং হামিদের পরিবহন খাতে খরচ                                             ১০০০০/-

৬,হামিদের অর্থনৈতিক সাহায্য(স্থানিয় এজেন্ট)                                  ৩১০০/-

৭,আনসারের হামিদ কে সাহায্যসহ পরিবহন খাতে খরচ                       ১০০০০/-

৮,অপারেশনের খরচা(বিভিন্ন ডাকমাসুল সহ)                                  ২৬৯০০/-

                                       ——————-

                                         মোট                ৭৫/-               ৮২,০০০/-

ব্যালেন্স                                               (+)  ৫০/-                (-)  ২০,০০০/-

ডলার ব্যালেন্স দ্বারা ঘাটতি রুপি সমন্বয় করা হল                             (+)২০,০০০/-

অবশিষ্ট ব্যালেন্স পাঠিয়ে দেয়া হল।

 

অবগতির জন্যঃ

১। জনাব হুসেইন আলি

২। জনাব মাক্সুদ আলি

৩। কাজি আনওয়ারুল ইসলাম

                                                        (রুমি)

আমরার পক্ষ থেকে

Scroll to Top