ইংল্যান্ডে গঠিত বাংলাদেশ তহবিল ও একশন কমিটিসমূহের স্টীয়ারিং কমিটির আয় ব্যয়ের হিসাব

<৪,২৯৩,৬৭৪-৬৯৩>

অনুবাদকঃ শওকত ইসলাম রিপন, নাবিলা ইলিয়াস তারিন, নওশীন তাসনিম

শিরোনাম সুত্র তারিখ
২৯৩। ইংল্যান্ডে গঠিত বাংলাদেশ তহবিল ও একশন কমিটিসমূহের স্টীয়ারিং কমিটির আয় ব্যয়ের হিসাব বাংলাদেশ তহবিলের ট্রাস্টি বোর্ড ৩০ সেপ্টেম্বর, ১৯৭১

 

 

ইংল্যান্ডে গঠিত বাংলাদেশ তহবিল ও একশন কমিটিসমূহের স্টীয়ারিং কমিটির আয় ব্যয়ের হিসাব

. ভূমিকা

১৯৭১ সালের ২৫ মার্চের পরপরই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সম্ভাব্য সকল উপায়ে সাহায্য করার জন্যে অনেকগুলো একশন কমিটি গঠিত হয়। এই কমিটিসমূহ স্বাধীনতা সংগ্রামের জন্যে তহবিল সংগ্রহ করা শুরু করে। অধিকাংশ কমিটি সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্যে একটি সাংগঠনিক সংস্থার প্রয়োজনীয়তা অনুভব করে। ১৯৭১ সালের এপ্রিলে কভেন্ট্রিতে এ কমিটিসমূহের একটি সম্মেলন হয়। বাংলাদেশ প্রজাতন্ত্রের জন্যে অনুষ্টিত মিটিংয়ে একশন কমিটিসমূহের একটি স্টীয়ারিং কমিটি গঠিত হয়। পরবর্তীতে এর ব্যবস্থাপনা এবং পরিচালনার জন্যে বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে বাংলাদেশ তহবিল গঠিত হয়।

 

.উদ্দেশ্য

ক) বাংলাদেশ প্রজাতন্ত্রের একশন কমিটিসমূহের স্টীয়ারিং কমিটির মাধ্যমে সংগৃহীত তহবিল ব্যবস্থাপনা

খ) ট্রাস্টিদের মতানুযায়ী উপযুক্ত ক্ষেত্রে এবং অবস্থা বিবেচনা করে তহবিল ব্যয় করা।

 

. ট্রাস্টি

তহবিলের ট্রাস্টিগণ হলেন –

১.বিচারপতি আবু সাঈদ চৌধুরী

২.       জন স্টোনহাউস এমপি এবং

৩.মি ডোনাল্ড চেসওয়ার্থ

 

. ব্যাংকার

ট্রাস্টের ব্যাংক হল –

১. হামব্রোস ব্যাংক,৪১ বিশপ গেট,লন্ডন ই সি ৩ এবং

২.ন্যাশনাল ওয়েস্টমিনিস্টার ব্যাংক,ক্যাক্সটন হাউস, লন্ডন. এস ডব্লিউ আই

 

. নিরীক্ষক

কাজী মুজিবুর রহমান,এসিএ কে বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক নিরীক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

. জমা এবং খরচের সংক্ষিপ্ত তালিকা

 

ক) সর্বমোট সংগ্রহ    ৪,১২,০৮৩.২৬ পাউন্ড

খরচ-

   সরাসরি ব্যয়      ১১,৪৩০ পাউন্ড

   স্টীয়ারিং কমিটি ২১,৪৩০ পাউন্ড

বাংলাদেশ সরকারকে প্রেরণকৃত ৩,৭৬,৫৬৮.০৫

 পাউন্ড

মোট খরচ  – ৪,০৯,৭৮০.৫০পাউন্ড

অবশিষ্ট  – ২৩০৩.২৫ পাউন্ড

 

খ) ৩১ডিসেম্বর,১৯৭১ এর পরে প্রাপ্ত আনুমানিক ১ লক্ষ পাউন্ড ও উপরে উল্লিখিত রশিদের অন্তর্ভুক্ত। এ থেকে বুঝা যায় যে, বিভিন্ন কমিটি এবং সংগঠনসমূহ একটি বিশাল অংকের অর্থ তহবিলে জমা না দিয়ে নিজেদের কাছে রেখে দিয়েছিল এবং বোর্ড অব ট্রাস্টিজ’র বারবার তাগাদা দেওয়ার পর বাংলাদেশ তহবিলে জমা দেয়।।

বিভিন্ন কমিটির কাছে ইস্যুকৃত ১৩৩৫টি রশিদ বইয়ের মধ্যে ২৮ফেব্রুয়ারি পর্যন্ত ৪৭% এবং ৩১জুলাই, ১৯৭২ পর্যন্ত ৮১%ফেরত পাওয়া যায়। এ কারণে প্রতিবেদন প্রকাশে বিলম্ব হয়।

 

গ) মোট সংগ্রহ ছিল ৪,১২,০৮৩.২৬ পাউন্ড যার মধ্যে মাত্র ৩৩,২১২.০৫ পাউন্ড যুদ্ধের জন্যে ব্যয় করা হয়। ৩,৭৬,৫৬৮ পাউন্ড ইতোমধ্যে বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে এবং অবশিষ্ট ২,৩০৩.২১ পাউন্ড পাঠিয়ে দিয়ে হিসাব বন্ধ করে দেয়া হবে এবং হিসাব বন্ধ করার পর আর কোনো অর্থ জমা পড়লে যথানিয়মে পাঠানো হবে এবং ঘোষণা দিয়ে জানানো হবে। হিসাব বন্ধ হয়ে যাওয়ার পর কেউ  জমা দিতে চাইলে বাংলাদেশ দূতাবাস, যুক্তরাজ্য শাখায় দিতে পারবে,পরে তা বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়ে দেয়া হবে।

 

ঘ) ১১,৪৩০ পাউন্ড তহবিল থেকে সরাসরি খরচ হিসেবে দেখানো হয়েছে,যার বিবরণ নিম্নরূপ –

 

কমিটির খরচ – ২২০০ পাউন্ড

বঙ্গবন্ধুর জন্যে ট্রায়ালের আইনি খরচ – ৩২৫০ পাউন্ড

ডেলিগেশন খরচ – ২,১৯১.২২ পাউন্ড

বিজ্ঞাপন প্রচারণা – ২,৮০৭.৫০ পাউন্ড

মুক্তিবাহিনীর সরঞ্জামাদি – ৯৬৮.৭৮ পাউন্ড

ব্যাংক চার্জ – ১,২৫০ পাউন্ড

সর্বমোট –  ১১,৪৩০ পাউন্ড

 

 

                  ——

 

                                       আবু সাঈদ চৌধুরী

                                       জন স্টোনহাউস

                                       ডোনাল্ড চেসওয়ার্থ

                                                 সদস্য

                                        বোর্ড অব ট্রাস্টিজ

                                         বাংলাদেশ তহবিল

দ্রষ্টব্য –

এই প্রতিবেদন তৈরীর পর ২,৩০৩.২১ পাউন্ড বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশ তহবিলের বিভিন্ন বই ও রেকর্ড এবং একশন কমিটির কাগজপত্র দেখে আমি নিশ্চিত করছি যে,এই সংযুক্তি বাংলাদেশ তহবিলের কাগজপত্রের সাথে সংগতিপূর্ণ।

আমার মতে,এই সংযুক্ত বিবরণী বাংলাদেশ তহবিলের একটি সত্য ও সুস্পষ্ট ধারণা দেয়।আমি এটাও নিশ্চিত করছি যে,ট্রাস্টের সকল ব্য নির্বাহ ট্রাস্টের নিয়মানুযায়ী হয়েছে।

আমি জনাব এম এ এল মতিন,অডিট এবং একাউন্টসের পরিচালক, যুক্তরাজ্য দূতাবাসের কাছে প্রতিবেদন তৈরিতে সাহায্যের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

৩০ সেপ্টেম্বর, ১৯৭২  

                                 কাজী মুজিবুর রহমান

                                   চার্টার্ড একাউন্টেন্ট

                  ১৬৪,ব্রুমউড রোড,লন্ডন এসডব্লিউ

 

 

 

 

 

বাংলাদেশ তহবিল

প্রাপ্তি ও প্রদান রশিদ

২৪শে এপ্রিল ১৯৭১ থেকে ৩০শে সেপ্টেম্বর ১৯৭২

পাউন্ড

চাঁদা এবং অর্থ সাহায্য প্রাপ্তি (তফসিল-১)                                                          ৪,০৬,৮৫৬.২০

ডাক টিকিট নিলামে প্রাপ্তি                                                                                        ৪৫০.১৩

ব্যাংক সুদ                                                                                                         ৪,৭৭৬.৯৩

                                                                                                                 ৪,১২,০৮৩.২৬

প্রদত্ত অর্থ (বাদ)

পরিচালনা সাংসদ                                         ২১,৭৮২.০৫

কমিটি                                                         ২,২০০.০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈধ আইন খরচ    ৩,২৫০.০০

প্রতিনিধি খরচ                                                ২,১৯১.২২

বিজ্ঞাপণ কর্মশালা                                           ২,৮০৭.৫০    

মুক্তিবাহিনীর জন্য বরাদ্দ                                     ৯৬৮.৭৮

ব্যাংক খরচ                                                           ১২.৫০

                                                                                                         ৩৩,২১২.০৫

                                                                                                         ৩,৭৮,৮৭১.২১

(বাদ)

বাংলাদেশ সরকারকে স্থানান্তর                                        ৩,৭৬,৫৬৮.০০

ব্যালেন্স                                                                               ২,৩০৩.২১

ব্যাংক ব্যালেন্স প্রদর্শিত                                                        ২,৩০৩.২১

 

নোট ১- এই বিবরণীর  ১নং তফসিল অনুযায়ী যে পরিমাণ অর্থ বাংলাদশের তহবিলে স্থানান্তরিত হয়েছে তা একশান কমিটির হিসাব অনুযায়ী বাংলাদেশ তহবিলে সরাসরি জমাকৃত অর্থের সমান নাও হতে পারে এবং এর হিসাব রাখা সহজসাধ্য বিষয় নয়।

নোট ২- ১৩৩৫ টি রশিদ বই একশান কমিটি থেকে জারি করা হয় যার মাঝে ১৫৩ টি এখনও অসম্পন্ন।

নোট ৩-খতিয়ানের সাথে সমন্বয় করে পরিকল্পণা।

নোট ৪-নিরীক্ষা ফি আনুমানিক ৫,৫০০ ইউরো এবং খতিয়ানের হিসাবে এই খরচ ধরা হয়নি।কারণ নিরীক্ষক তাঁর দাবী মওকুফ করেছে।

 

 

আবু সায়েদ চৌধুরী

                                                                                              জন স্টোনহাউজ

                                                                                               ডোনাল্ড চেজওর্থ

                                                                                                      সদস্য

                                                                                                    ট্রাস্টি বোর্ড

 

 

বাংলাদেশ তহবিল

সংক্ষিপ্ত তালিকা নং ১

    বাংলাদেশ তহবিলে স্থানান্তরিত মুজিবনগরে পাঠানো রেমিট্যান্স কমিটির খরচ জমাখরচ
 

লন্ডন এবং সাউথ-ওয়েস্ট এলাকা

 

 

 

 

 

মিডল্যান্ড এলাকা

 

 

ইয়র্কশায়ার এলাকা

ম্যানচেস্টার এলাকা

 

পরিচালনা সংসদের সংগ্রহ ও যুক্তরাজ্যের বাহিরের কমিটি

 

সরাসরি এবং অ-শ্রেণিবিভক্ত রেমিট্যান্স

 

পৃষ্ঠা নং ৬

 

পৃষ্ঠা নং ৭

পৃষ্ঠা নং ৮

পৃষ্ঠা নং ৯

পৃষ্ঠা নং ১০

 

 

পৃষ্ঠা নং ১১

পৃষ্ঠা নং ১২

 

পৃষ্ঠা নং ১৩

পৃষ্ঠা নং ১৪

 

 

 

পৃষ্ঠা নং ১৪

 

£                          £

৪৩,২৭১.৩০

 

২৪,৫৫৪.৫৫

৩৭,০৯১.৯৭

১৪,০৫২.৩৬

১৩,০৮০.৬২

                         ১,৩২,০৫০.৮০

 

৯৬,১৫০.০৯

২০,৪৬২.৮১

 

                        ৪৮,৭৪৮.৭৪

                              ৪৮,৮৭১.১৩

 

 

 

                       ২৬,৭৬৮.০২

 

                             ৩৩,৮০৩.৯১

 

                      ৪,০৬,৮৫৬.২০

     £                             £

  ১০৩.৬০

 

  ৫০০.০০

  ৫০০.০০

 

      …

                           ১,১০৩.৬০

 

 

 

                                  ৩,০০০.০

                                        ৩২.৮০

 

 

                                  …

 

                                  …

 
                           ৪,১৩৬.৪০   

     £                            £

  ৬৭৮.৭৮

 

২৭০.৫০

  ৯২৬.৫৯

২,৮২৫.৪৫

      ২৮.০০

                            ৪,৭৩৮.৩২

 

৮,৮৮৭.০৫

   ৭৯০.৭২

 
                            ১,৮৯৫.৪৬

                                   ১,২৫৪.৫৯

 

 

                                  …

 

                                  …

 
                          ১৭,৫৬৬.১৪

        £                              £

       —

 

    ৩০৭.০০

৪,১৩২.০৮

 

       …

                             ৪,৪৩৯.০৮

 

   ১৯৯.৬৫

      …

 

                                  ৬৮৮.০০

                                           ৪৪৫.২১

 

 

 

                                     …

 

                                     …

 
                              ৫,৭৭১.৯৪

           

 

 

 

 

বাংলাদেশ তহবিল

সংক্ষিপ্ত তালিকা নং ১

 

 

 

মোট সংগ্রহ

 

 

বাংলাদেশ তহবিলে স্থানান্তরিত

মুজিবনগরে পাঠানো রেমিট্যান্স

 

 

খরচ

 

 

জমাখরচ

 

অগৃহিত রশিদ বইয়ের সংখ্যা

 

মতামত

 

লন্ডন এবং সাউথ-ওয়েস্ট এলাকা

এনফিল্ড অ্যাকশন কমিটি

৩৭০, লিংকন রোড, এনফিল্ড

 

আক্সব্রিজ অ্যাকশন কমিটি,

১০, মিল এভিনিউ, আক্সব্রিজ

বাংলাদেশ অ্যাকশন কমিটি,

২৬ চ্যাথাম হিল্ল, কেন্ট

বাংলাদেশ অ্যাকশন কমিটি,

৫৮, স্টোকস ক্রফট, ব্রিস্তল

বাংলাদেশ অ্যাকশন কমিটি,

১০৩, লেওডবারি রোড, লুন্ডন, ডাব্লিউ.১১

বাংলাদেশ ত্রাণ কমিটি,

হেসেল স্ট্রিট, লন্ডন, ই.আই.

বাংলাদেশ অ্যাকশন কমিটি,

৬৮, স্ট্রিথাম হাই রোড, এস.ডাব্লিউ.১৬

বাংলাদেশ পিপলস সোসাইটি

৪৫, সেন্ট পিটার স্ট্রিট, ক্রয়ডন

বাংলাদেশ অ্যাকশন কমিটি,

৫, ভিক্তোরিয়া রোড, সুইন্ডন

বাংলাদেশ  কমিটি,

১৫, কুইনস রোড, ব্রাইটন

বাংলাদেশ সমিটি,

২৭, ফসেট রোড, সাউথসী

£

 

 

৫,৫৩৬.২০

 

 

৭৩৫.০০

 

১,৭৯৮.৬৫

৩,১০৯.০০

 

৩,৬৭৭.৩৫

 

১১,৩৫৬.০০

 

২৫০.০০

 

১১৯.০০

 

১,৩৫৫.২০

 

২,৫৮৫.৫৮

 

১,৫১৬.০০

£

 

 

৫,৫৩৬.২০

 

 

৭৩৫.০০

 

৫৩১.২৭

৩,১৫৬২.০০

 

৩,৬৭৭.৩৫

 

১১,২২৯.০০

 

২৫০.০০

 

১১৯.০০

 

১,৩৫৫.২০

 

২,৩৩৫.৫৮

 

১,৫১৬.০০

£

 

 

 

 

 

 

১০৩.৬০

 

 

 

 

 

 

 

£

 

 

 

 

 

 

১৬৩.৭৮

১৪৭.০০

 

 

১২৭.০০

 

 

 

 

২৫০.০০

 

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

 

একটি রশিদ বই হারিয়ে যাওয়ার কথা জানানো হয়।  

 

বাংলাদেশ অ্যাকশন কমিটি,

১২৫, সেন্ট হেলেন স্ট্রিট, ইপসুইচ

বাংলাদেশ অ্যাকশন কমিটি,,

৭৭, বেলগ্রোভ রোড, ওয়েলিং কেন্ট

সেন্ট অ্যালবান্স এইড কমিটি

৫৬ স্ট্যানহোপ রোড, সেন্ট অ্যালবান্স

বাংলাদেশ অ্যাকশন কমিটি,

১৬, অনস্লো রোড, সাউথ্যাম্পটন

বাংলা ফ্যাশন

১৬৯, ব্রিকলেন, লন্ডন, ই.আই.

এম. রহমান

১৪, কনওয়ে রোদ, লন্ডন, এস.ই.১৮

নর্থ এবং নর্থ-ওয়েস্ট অ্যাকশন কমিটি

৩৩, ডাগমার রোড, লন্ডন, এন. ২২

ডার্লস্টন অ্যাকশন কমিটি

৭৬, স্টোক নিউইংটন রোড, লন্ডন, ন. ১৬

£

২,৪১৫.০০

 

২৫.২০

 

৮,৬৮৩.৫০

 

৬০.০০

 

১০০.০০

 

১৪১.০০

 

১,৬০৮.৬০

 

২৪৩.০০

£

২,৪১৫.০০

 

২৫.২০

 

৮,৬৮৩.৫০

 

৬০.০০

 

১০০.০০

 

১৪১.০০

 

৭২৯.০০

 

২৪৩.০০

£

 

 

 

 

 

৫০৩.০০

 

£

 

 

 

 

 

২০৯.৬০

 

£

 

 

 

 

 

১৭০.০০

£

 

 

 

 

 

 

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

জানানো হয়েছে যে হারিয়ে গেছে।

 

 

 

 

মহিলা সংঘ, লুটন।

বাংলাদেশ শ্রমিক সংঘ

১১। গ্ল্যাডস্টোন এভিনিউ, লন্ডন, ই,১২।

 

 

বাঙালী সংঘ

৭৪, প্রিন্স অফ ওয়ালেস রোড, নরউইন

বাংলাদেশ সংস্কৃত সংঘ।

টোটেনহাম স্ট্রিট, লন্ডন, ডাব্লিউ ১।

বাংলাদেশ মিশন,

২৪, পেম্ব্রিজ গার্ডেন, লন্ডন, ডাব্লিউ ২।

বাংলাদেশ একশন কমিটি,

৬০, আউটফিল্ড রোড, মিডেলস্যেক্স।

বাংলাদেশ যুব সংঘ,

৮৫, ইয়োর্ক স্ট্রিট, লন্ডন, ই,আই।

এন, হক এন্ড কো,

৫০, হান্সবারি স্ট্রিট, লন্ডন, ই,আই।

ইউসুফ আলী,

১৪ বেট্টি স্ট্রিট, লন্ডন, ই,আই।

এ, রাকিব,

১৫, নিউ রোড, লন্ডন, এ,আই।

এম, রহমান,

ওয়াইল্ডগেট স্ট্রিট, লন্ডন, ই,আই।

বাংলাদেশ সংঘ,ব্লেচলি।

বেডফোর্ড কমিটি,

৯৮, ফস্টার হিল রোড, বেডফোর্ড।

£

১৬৪.৯০

 

২৩৪.০০

 

 

 

১০৪.০০

 

১৪০.০০

 

১,১২০.৩৫

 

৮৮১.০০

 

৮০০.০০

 

১৭০.০০

 

১৯৭.০০

 

৫৮৮.৫০

৪,৪০১.৭০

 

৮,০৯৯.০০

 

৩,২৯৩.০০

£

১৬৪.৯০

 

২৩৪.০০

 

 

 

১০৪.০০

 

১৪০.০০

 

১,১২০.৩৫

 

৮৮১.০০

 

৮০০.০০

 

১৭০.০০

 

১৯৭.০০

 

৫৮৮.৫০

৪,৪০১.৭০

 

৮,০৯৯.০০

 

৩,২৯৩.০০

£

 

 

 

 

 

 

৫০৩.০০

 

 

 

 

 

 

£

৬০.৯৪

 

 

 

 

 

 

২০৯.৬০

 

 

 

£

৮৪.০০

 

 

 

 

 

 

১৭০.০০

 

 

 

 

২৫.০০

২৮.০০

 

 

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

 

£ ৮৪.০০ জন্য চেক তহবিল অভাবে ব্যাংক ফিরিয়ে দিয়েছে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দুই চেক ব্যাংক থেকে ফেরত

টাকার পরিমান £ ২৮.০০

 

 

 

 

 

বাংলাদেশ রিলিফ কমিটি ৫, ফর্ডহাম স্ট্রিট, লন্ডন, ই,1. বাঙালী সংঘ, ১৭, হিলস রোড, ক্যামব্রিজ।

 

 

লুটন একশন কমিটি ৫,কেনলিওয়র্থ রোড, লন্ডন।

 

 

 

 

 

ডা, এম, এইচ, জোয়ার্দার, বেকেনহাম হাঁসপাতাল, কেন্ট মৌলভী বাজার জনসেবা সমিতি, ১৭২, ওয়ার্ডোর স্ট্রিট, লন্ডন, ডব্লিউ,১।  

 

 

 

বাংলাদেশ একশন কমিটি, দক্ষিণ ওয়ালেস। 

 

 

 

 

 

বাংলাদেশ রিলিফ ফান্ড কমিটি, ১১,গ্রউং স্ট্রিট, লন্ডন

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

জানা নেই

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1

 

রিপোর্টে বলছে হারিয়ে গেছে। রিমাইন্ডারের কোন জবাব পাওয়া যায়নি।

 

টাকা সমিতি তহবিলে সম্পর্কযুক্ত এবং বাংলাদেশ ফান্ডে হস্তান্তরযোগ্য নয়। 

 

স্টিয়ারিং কমিটির রিপোর্ট অনুযায়ী £১৮২.৬৭ কম আছে। তহবিলের কোন সঠিক রশিদ বহী রাখা হয়নি এবং মিঃ বি, উদ্দীন জানিয়েছেন তার কাছে পাঠানো ২৫ টি রশিদ বহী তিনি পাননি

 

    এই ব্যক্তি বাংলাদেশে। রিপোর্ট বলছ ৩টি বহী হারিয়ে গিয়েছে এবং ২টি বহী হেরফোর্ড রোডের মাহমুদ আলী এবং ওয়েস্টবোউর্ব রোড, লন্ডন, ডব্লিউ ১ এর কাপ্তান মিয়াঁর নামে জারি করা যারা বহী ফেরত দেননি

 

ছয়টি রশিদ বহী অনাদায়ী। বাংলাদেশ ফান্ডে প্রেরিত টাকার সাথে পূর্ব বাংলা ঘুর্নিঝড় আক্রান্তদের জন্য সংগ্রহীত অর্থ অন্তুর্ভুক্ত

 

বেশকিছু রিমাইন্ডার পাঠানোর সত্যেও কোন জবাব পাওয়া যায়নি। এই কমিটি টাই, ইত্যাদি বিক্রির দ্বারা তহবিল সংগ্রহ করেছে কিন্তু কোন একাউন্ট তৈরি করা হয়নি এবং কোন একাউন্ট বাংলাদেশে পাঠানো হয়নি

 

 

 

 

 

 

লন্ডন কমিটি,

৫৮, বেরউইচ স্ট্রিট, লন্ডন, ডাব্লিউ, আই।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী কাউন্সিল,

৫৮, বেরউইচ স্ট্রিট,লন্ডন, ডাব্লিউ, আই।

£

 

১২,৬৬৩.২০

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৪,২১৪.৬১

£

 

১০,০০২.৩৬

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৪,০৫০.০০

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

২,৬৬০.৮৪

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১৬৪.৬১

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

৫৬

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১৮০

 

£

২৬৮টি স্টিয়ারিং কমিটির রশিদ বহি গোড়াতে কমিটি সরবরাহ করা হয়েছে। ১২৫টি বহি অন্যান্য কমিটির কাছে স্থানান্তর করা হয়েছিল। ১৪৩টির হিসাবের বিপরীতে স্বতন্ত্র সংগ্রহকের দ্বারা ১০টি এবং লন্ডন কমিটির দ্বারা ৭৭টি বহি হাইকমিশনে পাঠানো হয়েছিল ৫৬ টি বহির হিসাব ব্যতিরেকে যেগুলো এখনও  অনাদায়ী। যে সংগ্রহকেরা রশিদ বহি দেয়নি তাদের লন্ডনে লন্ডন কমিটি দ্বারা হাইকমিশনে সরবরাহ দেওয়া হয়েছে।

কমিটির দ্বারা নিরীক্ষিত একাউন্টের বিবৃতিতে দেখা গেছে যে, সংগৃহীত £১২,৬৬৩.২০ থেকে £২,৯০২.৮৪ কমিটির দ্বারা খরচ হয়ে গেছে। একটি ডুপ্লিকেটর মেশিন যার দাম লন্ডন কমিটি বলেছে £১২০.০০, অপারেশন ওমেগায় চাঁদা ১২০.০০ এবং লন্ডন কমিটির সদস্যদের ভারত ভ্রমণের খরচও £৬১০.০০ এই খরচের অন্তর্ভুক্ত।

 

 

 

 

 

 

 

 

 

কাউন্সিল ১,০০০ রশিদ বহি মুদ্রণ করেছে যার মধ্যে মিঃ তৈয়বুর রহমান ৭৬৫ টি ফেরত দিয়েছে

 

 

 

 

 

বাংলাদেশ রিলিফ কমিটি, ৬৭, ব্রিক লেন, লন্ডন, ই,আই।  

 

 

বাংলাদেশ উদ্বর্তন কমিটি,

৫,ডার্বি রোড, পশ্চিম ক্রয়ডন।

বাংলাদেশ একশন কমিটি, ১০, কাউলি মিল রোড, মিডেলস্যেক্স।

বাংলাদেশ একশন কমিটি, এক্সেটার।

বাংলাদেশ একশন কমিটি, বউর্নমাউথ।

বাংলাদেশ চিকিৎসা সংঘ

বাংলাদেশ একশন কমিটি, ইস্লিংটন।

 

 

 

 

বাংলাদেশ একশন কমিটি, নিউ পোর্ট

 

 

 

 

জানা যায় নি

 

 

 

 

 

 

 

 

 

 

১,৪৯৫.০০

 

 

 

৩,২০৭.০০

 

৬৯২.০০

 

৪২৫.০০

 

৮৬৫.০০

১,৩২৫.০০

৪,৫৭৫.৩৭

 

 

 

 

২০০.০০

 

 

 

 

 

 

 

 

২৮.০০

  রশিদ বহিঃ লন্ডন একশন কমিটি ২০টি বহির জন্য বিবেচনাধীন এবং কতিপয় সংগ্রহক ৩৬টি অব্যবহৃত বহি ফিরিয়ে দিয়েছে। ১৮০টি বহি আশা করা হচ্ছে, সবকটিই বিবেচনাধীন। কমিটির ব্যয় £১৬৪.৬১। সংগ্রহকেরা যারা টাকা জমা দেয়নি এবং রশিদও তৈরি করেনি তাদের একটি তালিকা কমিটি বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছে।

 

 

 

 

 

১৮টি একশন কমিটির রশিদ বহি পাঠানো হয়নি যার মধ্যে জানানো হয় যে ২টি হারিয়ে গেছে।

 

 

একাউন্ট তৈরি হয়নি।

বেশ কিছু রিমাইন্ডার পাঠানো হয়েছে কিন্তু উত্তর পাওয়া যায়নি।  

 

 

একাউন্ট তৈরি হয়নি। 

 

একাউন্ট তৈরি হয়নি।

কমিটির নিজস্ব রশিদ বহি দ্বারা সংগ্রহ করা হয়েছে। হিসাবের জন্য একাউন্ট তৈরি করা হয়নি। জানানো হয় যে, £৯৫৪৭৪ কমিটির ব্যাংক একাউন্টে পরে আছে। কোন একাউন্ট তৈরি হয়নি।

 

 

 

 

 

সংগ্রাম পরিষদ,

সাউথহল, মিডেক্স,

মিডল্যান্ড অঞ্চল।

বাংলাদেশ একশন কমিটি,

৯৩, স্ট্যাটফোর্ড রোড, বার্মিংহাম।

বাংলাদেশ একশন কমিটি,

২১, ব্র্যাডার স্ট্রিট, ম্যান্সফিল্ড।

বাংলাদেশ একশন কমিটি,

৫৩, চার্চ স্ট্রিট, হ্যালসোউইন।

বাংলাদেশ একশন কমিটি,

৬, এভিংটন রোড, লিচেস্টার।

বাংলাদেশ একশন কমিটি,

৭৪, ওয়েল্ডস লেন, ওয়েসস্টার।

বাংলাদেশ একশন কমিটি,

৪০, ক্রিসেন্ট, কোভেন্ট্রি।

বাংলাদেশ একশন এন্ড রিলিফ কমিটি,

৯৪, পার্ক লেন, টিপ্টন।

বাংলাদেশ কল্যান সংঘ,

১৪, প্যারি স্ট্রিট, ওয়েডনেসবারি।

এ, বাংলাদেশ একশন কমিটি,

ওয়েডনেসবারি।

বাংলাদেশ একশন কমিটি,

১৫০, নিউ জন স্ট্রিট, ওয়েসস্টার।

বাংলাদেশ একশন কমিটি,

৩৪, এমার্সন রোড, ডোর্সেট।

 

বাংলাদেশ একশন কমিটি,

৭২, কোভেন্ট্রি স্ট্রিট, কিডারমিন্সটার।

£

 

 

 

৭৩,৩৬৩.৬৭

 

৪৭৪.৫০

 

১,৮৬৬.১০

 

৫,৪৬৩.৫০

 

২,২১২.০০

 

৭,২২৬.১২

 

৩৮০.০০

 

৬,১২০.৬০

২,৩৬৫.০০

 

 

৩৬৩.০০

 

 

 

£

২৯৬.২৫

 

 

 

৬৫,৫৬৭.৯৭

 

৪৫৯.৫০

 

১,৮৬৬.০০

 

৫,২৫১.৬০

 

১,৮০৬.২০

 

৭,১০১.১২

 

৩৮০.০০

 

৬,১২০.৬০

২,৩৬৫.০০

 

 

৩১০.০০

 

 

 

৫,৪০২.০০

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৪,৯২২.০০

£

 

 

 

 

৭,৬৮৮.৪৬

 

১৫.০০

 

 

২১১.৯০

 

৩৮৬.৮০

 

১২৫.০০

 

 

 

 

 

 

 

£

 

 

 

 

১০৭.৪৬

 

 

 

 

১৯.০০

 

 

 

 

 

 

 

 

২০.১১

 

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

একাউন্ট তৈরি হয়নি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সাধারণ ডাকযোগে স্ট্রিয়ারিং কমিটির কাছে রিপোর্ট পাঠানো হয়েছিল কিন্তু তা পৌছায়নি। এবং আরো জানানো হয় যে এই রশিদ গুলো দিয়ে কোন তহবিল সংগ্রহ করা হয়নি।

 

 

 

 

বাংলাদেশ একশন কমিটি,

১, মোরলি স্ট্রিট, লাউব্রহ।

 

 

বাংলাদেশ একশন কমিটি,

৭, মেয়ারফেয়ার, নর্দাম্পটন।

বাংলাদেশ একশন কমিটি,

নটিংহাম।

 

বাংলাদেশ রিলিফ এন্ড একশন কমিটি, ১৯, মোসলে রোড, বার্মংহাম

 

 

বাংলাদেশ নারী সংঘ,

৫২, ওয়ান্ডসওয়ার্থ রোড, মিডল্যান্ড

 

ইয়র্কশায়ার অঞ্চল

মুক্তিযুদ্ধ ফ্রন্ট,

১০, লাইচেশ্তার গ্রোভ, লিডস।

সংগ্রাম পরিষদ,

৯৪, হাই স্ট্রিট, ক্ল্যাখিটন

মুক্তি সংগ্রাম কমিটি,

৪৫, কিংসহিল রোড, হুডার্সফিল্ড

বাংলাদেশ একশন কমিটি,

৪২, ভিক্টোরিয়া স্ট্রিট, মিডেলব্রহ

বাংলাদেশ একশন কমিটি,

৯, কর্নওয়াল ট্রেঞ্চ, ব্র্যাডফোর্ড

£

 

৩,৮০৫.০০

 

 

 

৪,৯৮৪.৪৪

 

জানা যায়নি

 

 

,,

 

 

 

,,

 

 

 

৭,০০১.০০

 

৯০০.০০

 

৫৬০.০০

 

৪,৬১৮.০০

 

৩,০৬২.০০

£

 

৩,১০০.০০

 

 

 

২,৮৯৮.৭২

 

১,৭৭০.০০

 

 

৯,৮৯৪.০৯

 

 

 

৮০০.০০

 

 

 

৬,২৯৯.০০

 

৯০০.০০

 

৫২৫.০০

 

৪,০৯৮.৫৩

 

২,৫৬০.০০

 

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৭০২.৫০

 

 

৩৫.০০

 

৫১৯.৪৭

 

৫০২.০৯

 

£

 

৭০৫.০০

 

 

 

৮৫.৭২

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

£৩১০.০০ খরচের সাথে যুক্ত করা হয়েছে কিন্তু এই অর্থ বার্মিংহাম একশন কমিটিকে অনুদান দেওয়া হয়েছে

 

একাউন্ট তৈরি হয়নি

 

 

কোন একাউন্ট তৈরি হয়নি

তৈরি বিবৃতিতে দেখাচ্ছে অর্থ বাংলাদেশ ফান্ডে দিয়ে দেওয়া হয়েছে

 

একাউন্ট তৈরি হয়নি। £১৫৫.০০ এর একটি চেক ব্যাংক দ্বারা নাকচ করে দেওয়া হয়েছে। তাঁরা চেক পুনর্বিবেচনার অনুরোধ করেছিল কিন্তু জবাব পাওয়া যায়নি

 

 

জানা গেছে হারিয়ে গেছে

 

 

 

 

 

বাংলাদেশ সংগ্রাম পরিষদ,

৩, স্কারব্রহ স্ট্রিট, সাউথব্রহ

বাংলাদেশ একশন কমিটি,

২৭, লিস্টার লেন, হ্যালিফ্যাক্স

বাংলাদেশ মুক্তি ফ্রন্ট।

২৫, হোকার স্ট্রিট, ক্যেইংলি

বাংলাদেশ মুক্তি সংগ্রাম কমিটি,

৪২, ভিক্টোরিয়া স্ট্রিট, টিসাইড

ব্র্যাডফোর্ড সংগ্রাম পরিষদ।

১০, কর্নওয়াল রোড, ব্র্যাডফোর্ড

 

 

 

বাংলাদেশ একশন কমিটি,

৬, থম্পসন রোড, সেফফিল্ড

 

বাংলাদেশ একশন কমিটি,

৩৩, সেন্ট পেগ লেন, ক্ল্যেখিটন

 

বাংলাদেশ একশন কমিটি,

১০, ক্লার্ক স্ট্রিট, স্কানথ্রোপ

 

ব্র্যাডফোর্ড পপুলার ফ্রন্ট, ৮৬, আন্ডার ক্লিফ স্ট্রিট, ব্র্যাডফোর্ড-৩

ম্যাঞ্চেস্টার এবং সংলগ্ন এলাকা

ম্যাঞ্চেস্টার একশন কমিটি, ১৫১, অক্সফোর্ড রোড, ম্যাঞ্চেস্টার, ১৩

£

 

৮২৩.৫৩

 

২,৩২৭.০০

 

৩,৪৫৫.০০

 

৫৫০.০০

 

১৭,৬৩৬.০০

 

 

 

 

জানা যায়নি

 

 

,,

 

 

৫,৫৬০.০০

 

 

২৫০.০০

 

 

জানা যায়নি

£

 

৮২৩.৫৩

 

১,৭৪৪.০০

 

৩,৪৫৫.০০

 

৫৫০.০০

 

১৪,৫০০.০০

 

 

 

 

৬,৭৩৬.৬৮

 

 

৮৫২.০০

 

 

 

 

১৪৫.০০

 

 

৪২,১০০.০০

£

 

 

 

 

 

৩,০০০.০০

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

 

 

 

 

১৩৬.৪০

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

 

৫৮৩.০০

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১০৫.০০

 

 

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১০

 

 

 

 

২৭

£

 

 

 

 

 

 

 

 

 

একশন কমিটির একটি রশিদ ফক্সস্টোন সেন্ট ব্র্যাডফোর্ডের মিঃ আফ্রোজ বখতের নামে জারি করা, যিনি ক্রমাগত অনুরোধের পরেও ইহা ফিরিয়ে দিতে অক্ষম হয়েছেন

 

বহি মিঃ এম, চৌধুরীর নামে জারি করা,

বেশ কিছু রিমাইন্ডার পাঠানো হলেও জবাব আসেনি

 

এই বহিগুলো মিঃ বারির নামে জারি করা,

রিমাইন্ডার পাঠানোর পরেও জবাব আসেনি

 

রিমাইন্ডার পাঠানোর পরও জবাব আসেনি

 

 

 

জানা গেছে ২৭টি রশিদ বহি হারিয়ে গেছে। কোন একাউন্ট তৈরি হয়নি। ম্যাঞ্চেস্টার একশন কমিটির নিজস্ব রশিদ বহি দিয়ে সংগ্রহ করা হয়েছে

 

 

 

 

পূর্ব বাংলা সংঘ,

৪৫, ক্যাভেন্ডিস প্লেস

নিউক্যাসেল-আপন-ট্যান

বাংলাদেশ সংঘ,

ক্রিসেন্ট, গ্লাসগোউ এন,১০

বাংলাদেসগ একশন কমিটি,

১০৫, বোল্ড স্ট্রিট, লিভারপুল, ১

একশন কমিটি

ওল্ডহাম, ল্যান্স

 

রচড্যাল কমিটি,

রচড্যাল

যুক্ত্রাজ্যের বাইরের কমিটি

বাংলাদেশ ক্লাব

পি,ও, বক্স ১০, বাহারাইন

 

বাংলাদেশ শিক্ষা কেন্দ্র,

পি,ও, বক্স ১৫২, দোহা, কাতার

পি,ও, বক্স ৬৫৬, লিবিয়া

পি,ও, বক্স ৩৬৩, সৌদি আরব

পি,ও, বক্স ১৫৫, মস্কাট, ওমান

পি,ও, বক্স ৬৪১, দুবাই

অন্যান্য বিদেশী রাষ্ট্র-

পি,ও, বক্স ১৮১, আবু দাবি

বাংলাদেশ সমিতি, আল-আমিন-

স্টিয়ারিং কমিটির অফিস সংগ্রহ

£

 

 

১,৯৯৪.০০

 

৩,৮৫১.৭৫

 

১৮০.৮৫

 

১,৫৭৩.৩৯

 

 

৯০৪.৪৪

 

 

জানা যায়নি

 

 

,,

,,

,,

,,

,,

,,

,,

,,

,,

£

 

 

১,৯৯৪.০০

 

২,৩০০.০০

 

 

 

 

 

 

১,৪৯৭.৫৭

 

 

৩,১০০.২৯

২,৩৮৩.৪২

৪,০০২.৩৭

১৮৪.০০

৪,৭৯১.০১

৩৮৬.০৫

৬,৫৫৭.৪৬

১,৩৬৯.৪৯

২,৪৯৭.৩৬

£

 

 

 

৩২.৮০

 

 

 

 

 

 

 

 

£

 

 

 

১,২৫৪.৫৯

 

১৮০.১৫

 

 

 

 

 

 

 

£

 

 

 

২৬৪.৫৯

 

 

 

 

 

 

 

 

£

 

 

 

 

 

 

 

 

 

 

 

£

 

 

 

 

 

হিসাবের জন্য কোন একাউন্ট তৈরি করা হয়নি।

হিসাবের জন্য একাউন্ট তৈরি

 

 

এই কমিটি নিজস্ব রশিদ ব্যবহার করে সংগ্রহ করেছে

 

 

 

 

জানানো হয়েছে যে এই রশিদ দিয়ে কোন সংগ্রহ করা হয়নি

 

১ লন্ডন অ্যাকশন কমিটি (নিম্নে লন্ডন অ্যাকশন কমিটি দ্বারা সংগ্রহ করা রেজিস্ট্রি):

  (ক) জনাব গৌড়ঙ্গ সাহা রায়, ৪১, তান্তালন রোড, লন্ডন, এস.ও.১২।     ১

  (খ) আতর আলি খান, ৪০, ম্যাপেল স্ট্রিট, লন্ডন, ও. আই.            ১

  (গ) জনাব সিরাজুল হক, ৩৮, অর্থর দেকিন হাউজ, লন্ডন, ই. আই.     ৬

  (ঘ) জনাব হারুন-অর-রশিদ,২৩, রেনটার’স অ্যাভেন্যু, লন্ডন, এন. ও. ৪   ১৭

  (ঙ) জনাব স. রহমান, ২৭, ক্লিফটন রোড, সমুদ্রের দক্ষিন দিকের শেষে।   ১০

  (চ) জনাব এ. খাইর, ৭এ, ডোরসেট স্ট্রিট, লন্ডন, ও. আই.                               ১

  (ছ) জনাব আব্দুল আহাদ, ১০, কিংস্টন হিল, লন্ডন।                ১

  (জ) জনাব শায়েস্তা মিয়া, ২৭৫, পুরাতন ব্রম্পটন রোড, লন্ডন, এস. ও. ৫     ১

      (ঝ) জনাব আব্দুল হোসেন, ১১৩, ব্রিক লেন, লন্ডন, এ.১             ১

  (ঞ) জনাব আব্দুল খালিক, মহারাজা রেস্তুরেন্ত,৫০, কুইন্সওয়ে,লন্ডন, ও. ২   ২

  (ট) জনাব নাসির আলি, ৪, পোর্টল্যান্ড রোড, লন্ডন, এস.ই. ২৫         ৩

  (ঠ) জনাব ফজলু মিয়া,১৯, সেল প্লেস, লন্ডন, ও.২                  ১

  (ড) জনাব গয়াস মিয়া, ৫০, ব্রিক লেন, লন্ডন, ই.১                 ১

  (ঢ) হাজি নাসিমুল্লাহ, ২৪,চিকস্যানড প্লেস, লন্ডন, এ.১.                                           ১

  (ন) জনাব আমজাদ আলি ২১, ইরিন হাউজ,লন্ডন, ই.১          

     জনাব এ. লন্ডন                                       ১

  (প) লন্ডন কমিটি হিসাব করতে পারেনি                         ৭                                                                                           হারানো রিপোর্ট

২ এনফিল্ড কমিটি                               ১টি রিপোর্ট হারিয়ে

৩ লিউটন কমিটি                          ২৫টি রিপোর্ট পাওয়া যায়নি

৪ রিলিফ কমিটি , ফরধাম স্ট্রিট, লন্ডন, ই. ১            ১টি রিপোর্ট হারিয়ে

৫ আক্সব্রিজ কমিটি ১                             ১

৬ আক্সব্রিজ কমিটি ২                             ৩

৭ ডঃএম. এম.এ. জোয়ারদার, বিকেনহাম হাসপাতাল, নেল       ১

৮. মৌলভীবাজার জনসেবা সমিতি                    ৩ টি রিপোর্ট হারিয়ে

৯. ব্রিজেন্দ কমিটি, কার্ডিফ                         ৬

১০. জনাব এইচ রাশিদ,১১,গরিং স্ট্রিট                  ১

১১. ডোরসেট কমিটি                             ৪ টি রিপোর্ট                                                                       সাধারণ পোস্টের                                                  মাধ্যমে পাঠানো                                           হয়েছে যাপৌঁছায়নি।

১২. শীফিলড কমিটি                              ৯

১৩. হ্যালিফ্যাক্স সংগ্রাম পরিষদ                       ১

১৪. স্কানথ্রপ কমিটি                              ১০

১৫. ম্যানচেস্টার কমিটি                            ২৭

১৬. ক্লিখেতন কমিটি                               ৪

                                        _____________

                                         মোট ১৫৩

 

                     কমিটির আবেদনসমূহের বিশ্লেষণ ব্যাবস্থা

স্টুডেন্ট অ্যাকশন কমিটি, ইউ.কে                  ১,২০০.০০

বাংলাদেশ লিবারেশন কাউন্সিল, মুজিবনগর            ১,০০০.০০

                                      ___________

                                       মোট ২,২০০.০০

                           স্ট্রিং কমিটি

১. সরঞ্জাম

       (১) যুক্তরাজ্যের সাথে অ্যাকশন কমিটির কার্যক্রম সমন্বয় সাধনের জন্য

     (২) বাংলাদেশের মানুষকে সাহায্য এবং মুক্তিযোদ্ধাদের বস্তুগত ও নৈতিক সহায়তা পাঠাবার জন্য ।

     (৩) বাংলাদেশকে হানাদার বাহিনী থেকে মুক্তি ও বাংলাদেশের স্বাধীনতা অর্জন।

     (৪) সভা, সমাবেশ ইত্যাদি সংগঠিত করতে এবং বাংলাদেশের বাইরের মানুষের জনমত তৈরি করতে।

     (৫) বাংলাদেশের মানুষের কারণ প্রচার করতে বিভিন্ন দেশ ও বিশ্বে প্রতনিধি পাঠানো।

     (৬) অ্যাকশন কমিটি থেকে তহবিল সংগ্রহ সমন্বয় সাধনের জন্য।

২. উপসংহার

     (১) জনাব বিচারপতি আবু সাইদ চৌধুরীর পরামর্শ অনুযায়ী রিজলিউশন স্টিয়ারিং কমিটি গঠনের কাজ এইভাবে প্রদান করবে।

     নিম্নলিখিত মহোদয়গণ সর্বত্র স্বাধীনতা আন্দোলনের জন্য স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে কাজ করেন।

         (ক) জনাব আজিজুল হক ভুঁইয়া, আহ্বায়ক।

         (খ) জনাব শেখ আব্দুল মান্নান, সদস্য।

         (গ) জনাব শামসুর রহমান, সদস্য এবং

         (ঘ) জনাব কবির চৌধুরী, সদস্য। 

৮. মৌলভীবাজার জনসেবা সমিতি                    ৩ টি রিপোর্ট হারিয়ে

৯. ব্রিজেন্দ কমিটি, কার্ডিফ                         ৬

১০. জনাব এইচ রাশিদ,১১,গরিং স্ট্রিট                  ১

১১. ডোরসেট কমিটি                             ৪ টি রিপোর্ট                                                                       সাধারণ পোস্টের                                                  মাধ্যমে পাঠানো                                           হয়েছে যাপৌঁছায়নি।

১২. শীফিলড কমিটি                              ৯

১৩. হ্যালিফ্যাক্স সংগ্রাম পরিষদ                       ১

১৪. স্কানথ্রপ কমিটি                              ১০

১৫. ম্যানচেস্টার কমিটি                            ২৭

১৬. ক্লিখেতন কমিটি                               ৪

                                        _____________

                                         মোট ১৫৩

 

                     কমিটির আবেদনসমূহের বিশ্লেষণ ব্যাবস্থা

স্টুডেন্ট অ্যাকশন কমিটি, ইউ.কে                  ১,২০০.০০

বাংলাদেশ লিবারেশন কাউন্সিল, মুজিবনগর            ১,০০০.০০

                                      ___________

                                       মোট ২,২০০.০০

                           স্ট্রিং কমিটি

১. সরঞ্জাম

       (১) যুক্তরাজ্যের সাথে অ্যাকশন কমিটির কার্যক্রম সমন্বয় সাধনের জন্য

     (২) বাংলাদেশের মানুষকে সাহায্য এবং মুক্তিযোদ্ধাদের বস্তুগত ও নৈতিক সহায়তা পাঠাবার জন্য ।

     (৩) বাংলাদেশকে হানাদার বাহিনী থেকে মুক্তি ও বাংলাদেশের স্বাধীনতা অর্জন।

     (৪) সভা, সমাবেশ ইত্যাদি সংগঠিত করতে এবং বাংলাদেশের বাইরের মানুষের জনমত তৈরি করতে।

     (৫) বাংলাদেশের মানুষের কারণ প্রচার করতে বিভিন্ন দেশ ও বিশ্বে প্রতনিধি পাঠানো।

     (৬) অ্যাকশন কমিটি থেকে তহবিল সংগ্রহ সমন্বয় সাধনের জন্য।

২. উপসংহার

     (১) জনাব বিচারপতি আবু সাইদ চৌধুরীর পরামর্শ অনুযায়ী রিজলিউশন স্টিয়ারিং কমিটি গঠনের কাজ এইভাবে প্রদান করবে।

     নিম্নলিখিত মহোদয়গণ সর্বত্র স্বাধীনতা আন্দোলনের জন্য স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে কাজ করেন।

         (ক) জনাব আজিজুল হক ভুঁইয়া, আহ্বায়ক।

         (খ) জনাব শেখ আব্দুল মান্নান, সদস্য।

         (গ) জনাব শামসুর রহমান, সদস্য এবং

         (ঘ) জনাব কবির চৌধুরী, সদস্য। 

প্রতিনিধি দলের খরচ

 মুক্তি বাহিনী :

   মুক্তি বাহিনীদের সরঞ্জাম                       ৩১৩৭.৬৮

   বাংলাদেশের প্রতিনিধিদের জন্য খরচ                ১,২২০.৭৩

                                         ______________

                                           ৪৩৫৮.৪১

   কমিটির অবদান                              ১.৫৮৩.০০

   রাজধানী জিনিসপত্র ও আসবাবপত্র                    ৩৬২.১০

                                         _______________

                                          ২১,৭৮২.০৫

                                   মোঃ আব্দুল হক ভুঁইয়া

                                      শেখ আব্দুল মান্নান

                                        শামসুর রহমান

 

 

                                                   স্টিয়ারিং কমিটি অফ দ্য অ্যাকশন

                                 কমিটি অফ বাংলাদেশ ইন ইউ.কে.

                                                                                      র পক্ষে

 

দখলক্রিত বিবৃতি আমি দেখেছি যা, কমিটির বই এবং রেকর্ড অনুযায়ী আমার মতামত এবং আমি প্রত্যয়ন করছি যে এই বিবৃতি রাষ্ট্রের কমিটি বিষয়ে সত্য এবং ন্যায্য বিবৃতি প্রকাশ করে।

                                  কাজী মুজিবুর রহমান

                                  চার্টার্ড হিসাবরক্ষক

                                   ১৬৪. ব্রুমউড রোড

                                   লন্ডন, এস.ও.১১

৩০ সেপ্তেম্বর,১৯৭২

 

               বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী কর্ম কমিটি গঠিত নির্বাচিত স্টিয়ারিং কমিটি, যুক্তরাজ্য

 ১৬ই এপ্রিল ১৯৭১ থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের রশিদ এবং শোধের বিবৃতি

বাংলাদেশ ফান্ডের অবদান                     ২১,৭৮২.০৫

কেটে রাখা পেমেন্ট                           ১০,৫৬.০৪

ভাড়া রেট, লাইটার এবং তাপ                   ১,১৮৭.৫৮

টেলিফোন এবং টেলিগ্রাম                       ৪,২৮৮.৭৬

প্রচার, মিটিং এবং র‍্যালী                         ৪৬২.৫৯

প্রকাশিনী এবং বুকলেট ইত্যাদি                    ৩,০৫৫.১১

প্রতিনিধি দলের খরচ                           ১,১৪০.০৭  

ভ্রমনকালীন খরচ                                ২০০.০০

ল্যাঙ্কা দ্বারা কম অবদান                           ৯৪০.০৭

 

সেচ্ছাসেবীদের খরচ                                      ১,৯০০.৪৭

ডাকমাশুল মুদ্রণ ও ষ্টেশনারী                                ৬৯৮.৬৩

বিজ্ঞাপন                                             ১,৪৮৬.০২

বিনোদন                                               ২৭০.৮৬

সাধারণ খরচ                                            ১৩১.৫৮

মুক্তিবাহিনীদের সরঞ্জাম                                    ৩,১৩৭.৬৮

বাংলাদেশ থেকে ডেলিগেশনের খরচ                            ১,২২০.৭৩

অ্যাকশন কমিটি অবদান                                   ১,৫৮৩.৮৩

আসবাবপত্র, রাজধানী ও জিনিসপত্র                              ৩৬৪.১০

                                                   ৬,৩০৪.৩৪

                                              _________________________

                                                 ২১,৭৮২.০৫

ব্যলেন্স                                           নিল

নোটঃ সমস্ত সম্পদ যুক্তরাজ্যের বাংলাদেশ প্রজাতন্ত্রের মানুষের জন্য হাই কমিশনে স্থানান্তরিত করা হয়।

মোঃ আব্দুল হক ভুঁইয়া

শেখ আব্দুল মান্নান

শামসুর রহমান

স্টিয়ারিং কমিটি অফ দ্য অ্যাকশন

কমিটি অফ বাংলাদেশ ইন ইউ.কে-র পক্ষে

 

অ্যাকশন কমিটির অবদানের বিশ্লেষণ

স্টুডেন্ট অ্যাকশন কমিটি                           ৭৬৫.০০

অ্যাকশন বাংলাদেশ                               ২৫০.০০

অপারেশন ওমেগা                                ১০০.০০

সান্দ্রে অবদান                                   ২৫.৮৩

বাংলাদেশ আকশন কমিটি হল্যান্ড                      ৩০০.০০

বাংলাদেশ অ্যাকশন কমিটি সুইডেন                      ৭৫.০০

এনফিল্ড অ্যাকশন কমিটি                            ৬৮.০০

                                     ___________________________

                                      মোট-   ১,৫৮৩.৮৩

Scroll to Top