ইয়াহিয়ার বিশেষ দূত হিসেবে আরশাদের ইউরোপ সফর

৭.১৮.৪৫

শিরনামঃ – ১৮। ইয়াহিয়ার বিশেষ দূত হিশেবে আরশাদের ইউরোপ সফর

সুত্রঃ – দৈনিক পাকিস্তান

তারিখঃ – ১৭ এপ্রিল, ১৯৭১

 

ইয়াহিয়ার বিশেষ দূত হিসেবে আরশাদের ইউরোপ সফর

 

        ইসলামাবাদ, ২৬শে এপ্রিল (এপিপি)- পাকিস্তানের সাবেক পররাষ্ট্র মন্ত্রী জনাব আরশাদ হোসেন পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতে নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে পাকিস্তানের বক্তব্য রাখার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বিশেষ দূত হিসেবে বিদেশ সফরে গিয়েছেন বলে আজ এখানে বিশ্বস্ত সূত্র জানা গেছে।

জনাব আরশাদ হোসেন এখন লন্ডন, মস্কো ও প্যারিস সফর করছেন।

অন্যান্য কতিপয় দেশেও অনুরূপভাবে দূত পাঠানোর সম্ভাবনা রয়েছে।

        ইতিমধ্যে মস্কো থেকে তাস পরিবেশিত খবর প্রকাশ, সোভিয়েট প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিনি আজ ক্রেমলিনে জনাব আরশাদ হোসেনের সঙ্গে দেখা করেছেন। বৈঠকে সোভিয়েট ইউনিয়নে নিযুক্ত পাকিস্তানী রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

Scroll to Top