একটি অফিস নির্দেশ

শিরোনাম উৎস তারিখ
৬৪। অফিসীয় নির্দেশ ফরিদপুর সাব সেক্টরের দলিলপত্র ২০ অক্টোবর ৭১

 

কম্পাইল্ড বাইঃ Razibul Bari Palash

<১১, ৬৪, ৫২৫>

 

সাব সেক্টর হেড কোয়ার্টার

ফরিদপুর

২৭-১০-৭১

 

নির্দেশনা – ২/৭১

 

প্রতি

 

বাংলাদেশের অভ্যন্তরের অবস্থিত সকল মুক্তিবাহিনী/ মুক্তি ফৌজ

 

Gen – আমরা আগেই ১/৭১ নির্দেশনা দিয়েছি। এই নির্দেশনা অনুযায়ী মুক্তিফৌজ ও সিভিল প্রশাসন নিয়ন্ত্রণ করা হবে।

 

১। কোন পার্টি কমান্ডার সিভিল প্রশাসনের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তবে তারা যথাযথ মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।

২। কোন মুক্তিফৌজ চলে যাবার প্রাক্বালে কোন অস্ত্র ইস্যু করা হবেনা।

৩। অপ্রয়োজনে কোন মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ অস্ত্র নিয়ে একা ঘোরাঘুরি করতে পারবেন না

৪। এক দলের নেতা অন্য দলের মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ নিতে পারবেন না।

৫। সকল দলনেতারা তাদের অধিনস্ত এলাকার সকল লাইসেন্সবিহীন অস্ত্র জব্দ করবেন। তবে লাইসেন্স থাকলে সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবেনা।

৬। সকল জব্দ করা অস্ত্র অতি দ্রুত হেড কোয়ার্টারে জমা দিতে হবে।

৭। নিজের এলাকায় সঙ্ঘটিত যেকোন অনিয়মের জন্য দায়িত্বরত দলনেতা দায়ী থাকবেন।

৮। কোন দলনেতা তার এলাকার বাইরে অন্যত্র যেতে পারবেন না।

 

স্বা

বাবুল

সাব সেক্টর হেড কোয়ার্টার

ফরিদপুর

Scroll to Top