<৪,৮০,১৩৯>
অনুবাদকঃ মাহীন বারী
শিরোনাম | সূত্র | তারিখ |
৮০। কনভেনশন উপলক্ষে সকল আঞ্চলিক এ্যাকশন কমিটিকে অবিলম্বে প্রতিনিধি নির্বাচন ও তা কনভেনশন কমিটিকে জানানোর জন্য আহ্বায়কের বিজ্ঞপ্তি | এ্যাকশন কমিটির দলিলপত্র | ৮ অক্টোবর, ১৯৭১ |
সম্পাদক/সভাপতি
অ্যাকশন কমিটি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
যুক্তরাজ্য (মিডল্যান্ড অঞ্চল)
৯৩, স্ট্র্যাটফোর্ড রোড
বারমিংহাম – ১১
৮ অক্টোবর, ১৯৭১
জনাব,
কনভেনশন কমিটি আনন্দের সাথে জানাচ্ছে যে, খসড়া সংবিধানের অনুমোদন পাওয়া গিয়েছে এবং সকল কমিটি সহযোগে একটি অধিবেশন ডাকবার কার্যপ্রণালী ঘটিত বিষয়সমূহে সম্মতিও অর্জিত হয়েছে।
১ অক্টোবর ১৯৭১ তারিখে অধিবেশন কমিটির মিটিং এর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, সকল কমিটির যৌথ
পরামর্শের ভিত্তিতে প্রতিটি কমিটির প্রতিনিধি সংখ্যা বণ্টনের জন্য আঞ্চলিক কমিটিগুলোকে তাদের
নিজস্ব অঞ্চলে অতিশীঘ্র মিটিং করবার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বণ্টন নির্ধারিত হওয়া মাত্রই প্রতিটি
আঞ্চলিক কমিটিকে অবশ্যই তাদের নিজস্ব মিটিং ডাকতে হবে প্রতিনিধি/কাউন্সিলরদেরকে মনোনয়ন দেয়ার জন্য এবং ২০ অক্টোবর ১৯৭১ তারিখের আগেই অধিবেশন কমিটির কাছে এক কপি এবং আঞ্চলিক কমিটির কাছে এক কপি নামের তালিকা পাঠাতে হবে।
৪টি অঞ্চলে এবং অন্যান্য ইউনিটে প্রতিনিধি বণ্টন নিচের ক্রমানুযায়ী করা হবেঃ
লন্ডন এবং দক্ষিণ ৯০
মিডল্যান্ড ৭৫
ল্যাঙ্কাশায়ার ২৯
ইয়র্কশায়ার ২০
ছাত্রছাত্রী ৮
মহিলা ৮
গ্লাসকো ৩
ওয়েলস ২
পূর্ব অ্যাংলিয়া ২
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ৪
মোট ২৩৩
৭ নভেম্বর ১৯৭১ তারিখটি অধিবেশনের সম্ভাব্য তারিখ হিসেবে ধার্য করা হয়েছে। অনুগ্রহপূর্বক চূড়ান্ত
তারিখের জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে। অধিবেশন কমিটিতে নেওয়া সিদ্ধান্ত খামবন্ধ করে নেবার জন্য
অনুরোধ করা হচ্ছে। কমিটির কোন বিষয়ে আরও জানার থাকলে অনুগ্রহ করে লিখতে অথবা টেলিফোন
করতে বলা হচ্ছে।
আহ্বায়ক
অধিবেশন কমিটি
কপি করুনঃ তথ্যের জন্য সকল অ্যাকশন কমিটি