কর্নেল ওসমানীকে হাজির হওয়ার নির্দেশ

৭.১৫২.৪৯৬

শিরোনাম সূত্র তারিখ
১৫২। কর্ণেল ওসমানীকে হাজির হওয়ার নির্দেশ পূর্বদেশ ১৪ মে, ১৯৭১

 

কর্ণেল ওসমানীকে হাজির হওয়ার নির্দেশ

        ঢাকা, ১৩ই মে (এপিপি)। ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক আগামী ২০ শে মে সকাল আটটার সময় ঢাকার দ্বিতীয় রাজধানীস্থ ১ নং সেক্টরে উপ- সামরিক আইন প্রশাসকের সামনে হাজির হবার জন্যে অবসরপ্রাপ্ত কর্ণেল এম এ জি ওসমানীকে নির্দেশ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ১১২, ১২৩, ১৩১ এবং ১৩২ নম্বর ধারা এবং ১০ ও ১৪ নম্বর সামরিক আইন বিধি অনুযায়ী আনীত অভিযোগের জবাব দেয়ার জন্যেই নির্দেশ দেয়া হয়েছে।

        ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক যে আদেশ দেন নীচে তা দিয়ে দেয়া হলোঃ-

        ১। ৪০ নম্বর সামরিক আইন বিধি অনুযায়ী প্রাপ্ত ক্ষমতাবলে আমি ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেঃ জেঃ টিক্কা খান এস, পিঁ, কে, পি এস সি আপনি কর্নেল এম, এ, জি ওসমানীকে (অবসরপ্রাপ্ত) আপনার বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ১২১, ১২৩, ১৩১ ও ১৩২ নম্বর ধারা এবং ১০ ও ১৪ নম্বর সামরিক আইনবিধি অনুযায়ী আনীত অভিযোগের জবাব দেয়ার জন্যে ১৯৭১ সালের ২০ শে মে সকাল আটটার সময় ঢাকার দ্বিতীয় রাজধানীস্থ ১ নম্বর সেক্টরের উপ- সামরিক আইন প্রশাসকের সামনে হাজির হতে আদেশ দিচ্ছি।

        ২। যদি আপনি উপরের উল্লেখমত হাজির হতে ব্যর্থ হন তা হলে আপনার অনুপস্থিতিতেই ৪০ নম্বর সামরিক আইন বিধি অনুযায়ী আপনার বিচার করা হবে।

Scroll to Top