কয়েকজন অধ্যাপক ও সিএসপি অফিসারকে হাজির হওয়ার নির্দেশ

 

              শিরোনাম           সূত্র        তারিখ
১৭৬। কয়েকজন অধ্যাপক ও সিএসপি  অফিসারকে হাজির হওয়ার নির্দেশ    দৈনিক পাকিস্তান  ২ সেপ্টেম্বর, ১৯৭১

                              কয়েকজন অধ্যাপক ও সিএসপি অফিসারকে
                                       হাজির হওয়ার নির্দেশ 

     খ. অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেঃ জেনারেল টিক্কা খান গতকাল বুধবার এক ইশতেহারে পাঁচ ব্যাক্তিকে তাঁদের সকলের বিরুদ্ধে ২৫ নং সামরিক আইন বিধি ও সেই সঙ্গে পাঠিতব্য খ, সামরিক আইন অঞ্চলের ১২০ নম্বর নির্দেশ অনুযায়ী ৮ই সেপ্টেম্বর সকাল ৮টায় ঢাকা এম পি হোষ্টেলে ছয় নম্বর সেক্টরের সাব মার্শাল ‘ল’ এডমিনিষ্ট্রেটরের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

        নিম্নলিখিত ব্যক্তিদের হাজির হতে নির্দেশ দেয়া হয়েছেঃ
          ১। মোজাফফর আহমদ চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
          ২। আবদুর রাজ্জাক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
          ৩। সারওয়ার মুর্শেদ, ইংরেজী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
          ৪। মাজহারুল ইসলাম, বাংলা বিভাগ , ঢাকা  বিশ্ববিদ্যালয়।
          ৫। আবু জাফর সামসুদ্দিন, বাংলা একাডেমী। 

এরা হাজির  হতে ব্যর্থ হলে ৪০ নম্বর  সামরিক আইন বিধি অনুযায়ী এদের  অনুপস্থিতিতে এদের বিচার করা হবে। 

         খ. অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেঃ জেনারেল টিক্কা খান গতকাল এক পৃথক ইশতেহারে ১৩ জন অফিসারকে তাঁদের সকলের  বিরুদ্ধে ২৫ নং সামরিক আইন বিধি ও সেই সঙ্গে পাঠিতব্য সামরিক আইন অঞ্চলের ১২০ নম্বর নির্দেশ অনুযায়ী ৮ই সেপ্টেম্বর সকাল ৮টায় ঢাকা এম পি হোষ্টেলে ছয় নম্বর সেক্টরের সাব মার্শাল ‘ল’ এডমিনিষ্ট্রেটরের কাছে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। উক্ত ১৩ জন অফিসার হচ্ছেনঃ
    
          ১। খোন্দকার আসাদুজ্জামান, সিএসপি, জয়েন্ট সেক্রেটারী , অর্থ বিভাগ, ঢাকা।
          ২। এইচ টি ইমাম, সিএসপি, ডিসি, চট্রগ্রাম ।
          ৩। জনাব আবদুস সামাদ, সিএসপিদ, ডিসি, সিলেট।
          ৪। জনাব মোহাম্মদ এন কিউ খান, সিএনপি, ডিসি, পাবনা।
          ৫। সৈয়দ আবদুস সামাদ, সিএসপি, পুনবার্সন অফিস, পার্বত্য চট্রগ্রাম।
          ৬। কুদরত এলাহী চৌধুরী, সিএসপি, অতিরিক্ত ডেপুটি কমিশনার, রাজশাহী।
          ৭। মোহাম্মদ খুরশেদুজ্জামান চৌধুরী, সিএসপি, এসডিও, কিশোরগঞ্জ।
          ৮। কাজী রাকুবদ্দিন, সিএসপি, এসডিও, ব্রাক্ষণবাড়িয়া ।
          ৯। ওয়ালিউল ইসলাম, এসডিও মাগুরা।

         ১০।  আকবর আলী খান , সিএসপি, এসডিও, হবিগঞ্জ।
         ১১। কামাল উদ্দিন সিদ্দিকী, সিএসপি, এসডিও, নড়াইল।
         ১২। মোহাম্মদ তৌফিক এলাহী চৌধুরী, সিএসপি, এসডিও, মেহেরপুর।
         ১৩। সাদাত হোসেন, সিসিপি, এসিষ্ট্যান্ট কমিশনার, যশোর।

       এরা হাজির হতে ব্যর্থ হলে এদের অনুপস্থিতেতে ৮০ নম্বর সামরিক আইন বিধি অনুযায়ী এদের বিচার
করা হবে ।