চাকুরীজীবিদের পরিবারের এসএসসি পরীক্ষার্থীদের অনুসন্ধান

৭.১৬৫.৪৮৫

শিরোনাম সূত্র তারিখ
১৬৫। চাকুরীজীবিদের পরিবারের এসএসসি পরীক্ষার্থীদের অনুসন্ধান সরকারী দলিলপত্র উদ্ধৃতঃ এন এক্সপেরিয়েন্স – প্রাগুক্ত ৩১ জুলাই, ১৯৭১

 

পাকিস্তান সরকার
চাকুরি ও সাধারন প্রশাসনবিভাগ
সাধারণ প্রশাসন শাখা
সেকশন – ৪

নং- গ.৪/২৩১/৭১-৬০৮(৫০)                                                 তারিখ:৩১/০৭/১৯৭১

প্রেরক:        এ. এম. এফ. ওহমান এস. কে.
অতিরিক্ত মুখ্যসচিব
পূর্ব পাকিস্তান সরকার।

প্রাপক:        সচিব
শিক্ষা বিভাগ
পূর্ব পাকিস্তান সরকার।

এই মর্মে পূর্ব পাকিস্তান সরকারে এবং সকল স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মচারী যারা ঢাকা শহরে কর্মরত আছেন তাদের সকল সন্তান ও পোষ্য যারা ১৯৭১ সালে অনুষ্ঠিত এস. এস. সি. পরীক্ষায় অংশগ্রহণ করেছে অথবা করতে পারে নাই তাদের তালিকা করা প্রয়োজন। যারা অংশগ্রহন করতে পারে নাই যেসব ক্ষেত্রে তাদের অংশগ্রহণ না করার যথাযথ কারণ ও উল্লেখ করতে হবে।

(স্বাক্ষরিত, ৩১/৭/৭১)
এ. এম. এফ. রহমান
অতিরিক্ত মূখ্য সচিব
পূর্ব পাকিস্তান সরকার

নং- গ.৪/২৩১/৭১-৬০৮(৫০)                                                তারিখ: ৩১/০৭/১৯৭১

        অনুলিপি প্রেরণ করা হল পরিচালক, কারিগরি শিক্ষা / পরিচালক (গণযোগাযোগ), সকল স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান/ রেজিস্ট্রার,  ঢাকা বিশ্ববিদ্যালয়/ এবং অত্র দপ্তরের সকল শাখা কর্মকর্তা, তাদের আগামী ১০ আগস্ট, ১৯৭১ তারিখের মধ্যে যাচিত তথ্যাদি সরবরাহ করার জন্য অনুরোধ করা হল।

(স্বাক্ষর/অস্পষ্ট, ৫/৪/৭১)
শাখা কর্মকর্তা (শাখা – জি)
শিক্ষা বিভাগ

Scroll to Top