৭.১৮৫.৫২৯
শিরোনাম- ১৮৫। স্কুল, কলেয, বিশ্ববিদ্যালয়ে ছাত্র অনুপস্থিতি সম্পর্কিত শিক্ষা বিভাগের একটি সার্কুলার।
সূত্র- সরকারি দলিলপত্র উদ্ধৃত, এক্সপেরিয়েন্স
৭ সেপ্টেম্বর, ১৯৭১
পূর্ব পাকিস্তান সরকার,
শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।
৭ সেপ্টেম্বর, ১৯৭১।
নং জি/১০-১৩/৭১ ৮৯০-ইডিএন
বিজ্ঞপ্তি
বিষয়: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদির উপস্থিতি সম্পর্কে।
সরকারের নজরে এসেছে যে কিছু শিক্ষক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকারের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ভিত্তিহীন গুজব ছড়ানোতে অংশ নেয়ার পাশাপাশি ক্লাসে অনুপস্থিত থাকার জন্য উৎসাহিত করছে। কিছু কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মচারীদের কৃত কাজ ক্লাসে অনুপস্থিত থাকার মূল রসদ যোগাচ্ছে। প্রতিষ্ঠান প্রধানদের তাদের অধীনে যে সব কর্মচারী আছে তাদের নিয়মিত প্রতিষ্ঠানে যোগদান এবং দায়িত্ব পালন করছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীদেরকে শ্রেনীকক্ষে নিয়মিত যোগদান নিশ্চিত করতে তাদের উৎসাহিত করতে হবে। এবং তাদের মধ্যে বোঝাতে হবে হবে যে যারা গুজব ছড়াচ্ছে তারা তাদের বন্ধু নয় ও তাদের নিজেদের স্বার্থে তাদের ক্লাসে উপস্থিত থাকা উচিত।
২। এটিও খেয়াল করা গেছে যে ছাত্র এবং শিক্ষকদের ক্লাসে উপস্থিত থাকতে প্রতিষ্ঠানের দেয়ালে রাষ্ট্রবিরোধী উপাদান সম্বলিত পোষ্টার লাগানো হচ্ছে। কর্মীদের নির্দেশ উপেক্ষা পর্যবেক্ষণ করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ করা হচ্ছে ও প্রতিষ্ঠান প্রাঙ্গনে কোন ধরনের পোষ্টার লাগানো বা ব্যবহার করা যাবেনা সে ব্যাপারেও নির্দেশ দেয়া যাচ্ছে। ছাত্রদের ছবি সম্বলিত পরিচয়পত্র ইস্যু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা যাচ্ছে যেন প্রয়োজনের সময় সেগুলো ব্যবহার করা যায়।
সাং- অস্পষ্ট
৭/৯/১৯৭১
উপসচিব।