শিরোনাম | উৎস | তারিখ |
৫৯। জনৈক মুক্তিযোদ্ধার সংকেতপূর্ণ চিঠি | ১১ নং সেক্টরের দলিলপত্র | ১ নভেম্বর, ১৯৭১ |
কম্পাইল্ড বাইঃ Rashed Islam
<১১, ৫৯, ৫১৮ >
তুলা/১/গ (১)
বড় ভাই সাহেব,
সালাম নিবেন। অনেকদিন গত হতে চলল আপনার কোন সংবাদ না পেয়ে চিন্তাযুক্ত আছি। কাকা পেপার মিলে বাঁশ দেওয়ার ব্যবস্থা করছেন। এখন তার (১০০০ পাঃ) বাঁশ পাঠাতে হবে। তিনি কিছু টাকা তুলেছেন। ভাইজান খোকন বর্তমানে ২০টি কবুতর ক্রয় করতে চায়। তার জন্য একটি ঘুঘু পাঠোবেন। বড় ভাই সাহেবের বিয়ে ঠিক হয়েছে। আগামী ২৫ তারিখে বউ আনতে যাবেন। কাজেই টাকা পয়সার প্রয়োজন। আব্বার কাছে কোন টাকা নেই। আর এখানে জিনিসপত্রের মূল্য অনেক বেশি। আপনি অতি সত্বর ১১৭ টি মুরগী পাঠাবেন। বড় মুরগী ১২ টি এবং রোস্ট করার জন্য ৮০ টি ছোট মুরগীর ব্যবস্থা করবেন। জামাই নিয়ে যাওয়ার জন্য ৪ টি (চার) বড় নৌকা ও দুইটি ছোট নৌকার ব্যবস্থা করবেন। উত্তর পাড়ার ভাই সাহেব আপনার কাছে যে টাকা পাঠিয়েছেন তা দিয়ে ৫০০০ডিম পাঠাবার জন্য বলেছেন। কারণ তিনি ডিমের ব্যবস্থা করেন।কয়েকটা বড় হোটেলে তিনি ডিম ১০০০ লেবু পাঠানোর কথাও বলেছেন। এইগুলি না পাঠালে তার ব্যবসার বিরাট ক্ষতি হবে। আপনি এই সমস্ত জিনিসের ব্যবস্থা করে যেভাবেই হোক বিয়েতে উপস্থিত হবেন, নয়তো দুঃখিত হব। বিশেষ কি লিখব। বাড়ীর সবাই ভাল আছি। চিন্তার কোন কারন নাই। শ্রেণীমত সবার কাছে সালাম ও স্নেহ দিবেন।
ইতি-
ছোট ভাই।
…………………………