শিরোনাম | উৎস | তারিখ |
৫৮।টাঙ্গাইলের গেরিলা কমান্ডারের চিঠি | ১১ নং সেক্টরের দলিলপত্র | ১৮ নভেম্বর, ১৯৭১ |
কম্পাইল্ড বাইঃ Aadrita Mahzabeen
<১১, ৫৮, ৫১৭>
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও পাবনা এলাকার
সামরিক প্রধান…………………..
পক্ষে-ফজলুর রহমান, ক্যাপটেন
তারিখ-১৮-১১-৭১
হাবিব সাহেব,
আশা করি ভালো আছেন। ২টার সময় সি,ইন,সি সাহেব চলে গেছেন। যাক, কত ইঞ্চি মরটার বোমা দিতে হবে জানাবেন। কোন প্রকার চিন্তা না করে ডাটে থাকুন। বাকি খোদা হাফেজ। যোয়ানদের প্রতি অশেষ দোয়া ও স্নেহাশীষ রইল।
আমার শরীর খূব ভালো না। সিগন্যাল পাঠাবেন।
স্বাক্ষর/ক্যাপ্টেন ফযলুর রহমান**
————-
*টাঙ্গাইলের গেরিলা নেতা জনাব আব্দুল কাদের সিদ্দিকী
**লেখক এবং প্রাপক উভয়েই টাঙ্গাইলের গেরিলা কমান্ডার।‘ক্যাপটেন’ স্থানীয় ভিত্তিতে গেরিলাদের ঘোষিত পদবী।