<৪,২৮৭,৬৫২>
অনুবাদকঃ জিয়াউল আরেফিন তুহিন
শিরোনাম | সূত্র | তারিখ |
২৮৭। দক্ষিণ ইংল্যান্ড ও আঞ্চলিক এ্যাকশন কমিটির সম্পর্কে মতানৈক্যের প্রশ্নে আয়োজিত সভায় উপস্থিতির জন্য কনভেনশন কমিটির আহবায়কের বিজ্ঞপ্তি | এ্যাকশন কমিটির দলিলপত্র | ১ নভেম্বর, ১৯৭১ |
যুক্তরাজ্যে অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের
এ্যাকশন কমিটির সম্মেলন কমিটি
১১ গোরিং স্ট্রীট, লণ্ডন ইসি ৩
১ নভেম্বর, ১৯৭১
সভাপতি / সম্পাদক,
প্রিয় বন্ধুরা,
এতদ্বারা ২২ অক্টোবর, ১৯৭১ তারিখে অনুষ্ঠিত কনভেনশন কমিটির একটি সভার রেজুলেশনের অনুযায়ী, বোনাফিল্ড দক্ষিণ ইংল্যান্ড আঞ্চলিক কমিটির কন্ডাক্ট এর বৈধতা ও বিশ্বস্ততার প্রতি বেশ কয়েকটি স্থানীয় কয়েকটি কমিটির মতানৈক্যের প্রেক্ষিতে রোববার ৭ নভেম্বর ১৯৭১, লেডি মার্গারেট চার্চ হল, লেডি মার্গারেট রোড, কেনটিস টাউন N. W. 5 (ইংল্যান্ডের কেন্টিশ টাউন টিউব স্টেশন), ২ টায় অনুষ্ঠিত দক্ষিণ ইংল্যান্ড অঞ্চলের সর্ব কমিটির মিটিংয়ে আপনি আপনার কমিটি থেকে দুজন প্রতিনিধি প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
কেবলমাত্র সরবরাহকৃত এডমিশন কার্ড প্রদর্শণ করলেই অনুমোদিত প্রতিনিধিগণ সভায় প্রবেশের অনুমতি পাবেন।
আপনার ভ্রাতৃপ্রতীম
(এম এ এইচ ভূইয়া)
আহবায়ক
নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে গঠিত কনভেনশন কমিটির পক্ষ থেকে:
১. জনা্ব এম এ এইচ ভূইয়া ২. জনাব এস কে এ. মান্নান ৩. জনাব গউস খান
৪. জনাব এম এ মতিন ৫. জনাব আরব আলী ৭. জনাব এ এম তরফদার
ADMIT ONE
আমি,———————— যথাযথভাবে ——————————–কমিটি দ্বারা অনুমোদিত হয়ে কনভেনশন কমিটির আহ্বায়ক কর্তৃক আহবান করা রবিবার ৩১ অক্টোবর, ১৯৭১ তারিখে অনুষ্ঠিত সভায় উপস্থিত থাকার জন্য বলা হলো।
আহ্বায়ক
সম্মেলন কমিটি
সভাপতি / সম্পাদক এর স্বাক্ষর