নিউইয়র্কে নিযুক্ত পাকিস্তানের ভাইস কন্সাল সাসপেন্ড

৭.১৯.৪৬

শিরনামঃ – ১৯। নিউওয়ার্কে নিযুক্ত পাকিস্তানের ভাইস কন্সাল সাসপেন্ড

সুত্রঃ – দৈনিক পাকিস্তান

তারিখঃ – ২৮ এপ্রিল, ১৯৭১

 

মাহমুদ আলীকে সাসপেন্ড করা হয়েছে

 

        ইসলামাবাদ, ২৭শে এপ্রিল (এপিপি)- পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র আজ এখানে বলেন যে, নিউইয়র্কে নিযুক্ত পাকিস্তানের ভাইস কন্সাল জনাব মাহমুদ আলীকে সাসপেন্ড করা হয়েছে। নিউইয়র্ক থেকে তাকে ঘানায় পাকিস্তানী হাইকমিশনে বদলী করা হয়েছিলো। তিনি বদলীর আদেশ পালন করতে অস্বীকার করলে তাকে সাসপেন্ড করা হয়।

        মুখপাত্রটি জানান যে, নিউইয়র্কে জনাব মাহমুদ আলীর কার্যকাল শেষ হয়েছে এবং স্বাভাবিক প্রণালীতেই তাকে নতুন পদে বদলী করা হয়। তিনি বদলীর আদেশ পালন করতে অস্বীকার করেন। অতএব তাকে বরখাস্ত করে ইসলামাবাদ পররাষ্ট্র দফতরে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।

Scroll to Top