নিউইয়র্কে বাংলাদেশ লীগ অব আমেরিকার সাধারণ সভার বিজ্ঞপ্তি

<৪,১৪৮,২৭৯> 

অনুবাদকঃ ফাহমিদা আক্তার বৃষ্টি

শিরোনামসূত্রতারিখ
১৪৮।  নিউইয়র্কে বাংলাদেশ লীগ অব আমেরিকার সাধারণ সভার বিজ্ঞপ্তিবাংলাদেশ লীগ অব আমেরিকার প্রচারপত্র৬ জুন, ১৯৭১

 

প্রিয় বন্ধু,

     পূর্ব-পাকিস্তানের আমেরিকান লীগের সভাপতির নিকট থেকে আমাদের প্রাপ্ত চিঠিগুলো সংগ্রহে রাখুন। জুন ২৬, ১৯৭১ এ নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক সাধারণ বৈঠকে যদি আপনি অংশগ্রহণ করতে চান, অনুগ্রহপূর্বক জনাব মাহবুব আলীর সাথে যোগাযোগ করুন (টেলি. ৭৬৫৪৪৬৯, সন্ধ্যা ৬টার পরে), যিনি সদয়ভাবে একটি গাড়ি বহরের বন্দোবস্ত করার দায়িত্ব নিয়েছেন।

 

 

জুন ৬, ১৯৭১                           

 

এনায়েতুর রহিম                                                    সভাপতি,

                                    বাংলাদেশ লীগ অব আমেরিকা

                                        ওয়াশিংটন ডি সি সভা