নিহত রাজাকার ও শান্তি কমিটির সদস্যদের পরিবারের জন্য গম বরাদ্দের বিজ্ঞপ্তি

শিরোনামঃ ১৯৫। নিহত রাজাকার ও শান্তি কমিটির সদস্যদের পরিবারের জন্য গম বরাদ্দের বিজ্ঞাপন

সূত্রঃ সরকারী দলিলপত্র

তারিখঃ ২ অক্টোবর, ১৯৭১

৭.১৯৫.৫৬৭

.

পশ্চিম পাকিস্তানের সরকার

ডেপুটি কমিশনারের কার্যালয়,যশোর

.

রশিদ নং :                (৪) তারিখ :  অক্টোবর/৭১

প্রেরক : জনাব তাজুল হক

অতিরিক্ত ডেপুটি কমিশনার(জেনারেল)

সদর/ঝিনাইদহ/মাগুরা/নড়াইল

বিষয় : নিহত রাজাকার এবং শান্তি কমিটির সদস্যদের পরিবারের জন্য বরাদ্দকৃত সাধারণ ত্রাণের নির্দেশনা।

নিহত রাজাকার এবং শান্তি কমিটির সদস্য যারা দুর্বৃত্ত বিদ্রোহীদের দ্বারা নিহত হয়েছে,তাদের পরিবারের নিকট ত্রাণের গম প্রদান করা উচিত।সেটা পরিবারের সদস্যসংখ্যা অনুপাতে দেয়া হবে।এই প্রেক্ষিতে সাধারণ ত্রাণের বিভিন্ন কোটায় আরো ১০০স্তূপ গম যোগ করা হল।এটা প্রত্যেক উপজেলার জন্য বরাদ্দ।বন্টনেরক্ষেত্রে খন্ডকালীন নিয়মানুসরণ করা হবে।উদাহরণস্বরূপ,প্রতিসপ্তাহে বরাদ্দকৃত গম তিন সের করে পাবে একজন প্রাপ্ত বয়স্ক এবং দেড় সের করে পাবে একজন অপ্রাপ্ত বয়স্ক।হিসাবনিকাশ সঠিক রাখার জন্য পরিমাণ ঠিকঠাক মেনে চলতে হবে-

উপজেলা অফিসার সদর-                  ৪০০স্তূপ

উপজেলা অফিসার ঝিনাইদহ-         ২০০স্তূপ

উপজেলা অফিসার মাগুরা-               ২০০স্তূপ

উপজেলা অফিসার নড়াইল-             ২০০স্তূপ

                                                               __________

                                             ১০০০স্তূপ

                            অতিরিক্ত ডেপুটি কমিশনার(জেনারেল)

                                             যশোর

রশিদ নং : 5(রোমান হরফে লিখতে হবে)/২১/৭১/১০৪(৪)/i(৬)RR।       তারিখ :২/১০/৭১

অনুলিপি প্রদান কর হয়েছে,

১)ASMLA, যশোর।যা আমার চেম্বারে জেলা শান্তি কমিটির প্রধানের উপস্থিতিতে উল্লেখিত আলোচনা সাপেক্ষে অন্যান্য দিনের মতো স্বাক্ষরিত হয়েছে।

২)জেলা প্রশাসক,জেনারেল অফিসারের নির্দেশমত যশোরে প্রয়োজনীয় কার্যকর প্রস্তুতি নেয়া হচ্ছে।

নং,সেকশন-২(রোমান হরফ)\১৫৯৭-FR

তারিখ-২৩-৯-৭১।

৩)জেলা শান্তি কমিটির প্রেসিডেন্ট যশোর,আলোচনা সাপেক্ষে কার্যদিবসে স্বাক্ষরিত।

৪)চেয়ারম্যান,উপজেলা শান্তি কমিটর সদর/ঝিনাইদহ/মাগুরা/নড়াইল,প্রয়োজনীয় কার্যক্রমেরর জন্য।

৫)চেয়ারম্যান,যশোর শহরের শান্তি কমিটি,প্রয়োজনীয় কার্যক্রমের জন্য।

৬)জেলা রাজাকার সমন্বয়কারী সামরিক কর্মকর্তা,যশোরের প্রয়োজনীয় কার্যক্রমের জন্য।

টি.হক

২-১০-৭১

অতিরিক্ত ডেপুটি কমিশনার(জেনারেল)

যশোর

Scroll to Top