পরিখা খননের নির্দেশ

৭.২০৩. ৫৮০

শিরোনামঃ ২০৩। পরিখা খননের নির্দেশ

সূত্রঃ দৈনিক পাকিস্তান

তারিখঃ ১৯ নভেম্বর, ১৯৭১

.

প্রেস নোট

ভবন প্রাঙ্গনে অবিলম্বে পরিখা খনন

সমাপ্ত করতে হবে

.

প্রদেশের বিভিন্ন গুরুত্ত্বপূর্ণ শরের বিল্ডিংসমূহের মালিক তথা দখলদারিদের অবিলম্বে পরিখা খননের কাজ সমাপ্ত করার ব্যাপারে তাদের দায়িত্বের কথা পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক প্রেস নোটে সরকার জানানঃ এটা উল্লেখযোগ্য যে কিছু দিন আগে এক সরকারী প্রেস নোটে প্রদেশের সকল গুরুত্বপুর্ন শহরের বিভিন্ন সুবিধাজনক জায়গায় পরিখা খননের সরকারী সিদ্ধান্ত বিষয়ে ঘোষণা করা হয়।

সরকারের এ ঘোষণার পরিপ্রেক্ষিতে ঢাকা ও অপর কতিপয় শহরে অবশ্য কিছু কিছু পরিখা খনন করা হয়েছে। এসব পরিখা বাজার, পার্ক ও রাস্তার পার্শ্বেই প্রধানত খনন করা হয়েছে।

তাই উপরোক্ত ধরণের বিল্ডিংসমূহের মালিক তথা দখলদারীদের এ ব্যাপারে তাদের দায়িত্বের কথা আর একবার স্মরণ করিয়ে দেয়া যাচ্ছে এবং বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অবিলম্বে পরিখা খননের কাজ সমাপ্ত করার অনুরোধ জানান যাচ্ছে। এপিপি এ খবর পরিবেষণ করে।

Scroll to Top