পরিশিষ্ট-২ শহীদ বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশাজীবীদের নামের আরেকটি তালিকা

৯২। পরিশিষ্ট-২ শহীদ বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশাজীবীদের নামের আরেকটি তালিকা (৫৭৫-৫৭৮) 

-বাংলাদেশ সরকারের তথ্য ও বেতার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত, ১৬ ডিসেম্বর্ ১৯৭২

রাজশাহী বিশ্ববিদ্যালয় এর শিক্ষকগণ :

 

প্রফেসর কাইয়ুম,

হাবিবুর রহমান,

শ্রী সুখরঞ্জন সমাদ্দার্।

M.C.A দের নামের তালিকা :

মশিউর রহমান ,

আমজাদ হোসাইন,

আমিনুদ্দীন ,

নাজমুল হক সরকার ,

আব্দুল হক ,

ড. জিকরুল হক ,

সৈয়দ আনোয়ার আলী,

এ . কে . সরদার্।

সাংবাদিকদের নামের তালিকা :

 

সিরাজউদ্দিন হোসেন,

শহীদুল্লাহ কায়সার,

খন্দকার আবু তালেব ,

নিজামুদ্দিন আহমেদ,

এ . এন . এম গোলাম মোস্তফা,

শহীদ সাবের,

শেখ আব্দুল মান্নান ( লাদু) ,

নাজমুল হক ;

এম আখতার;

আবুল বাশার;

চিশতী হেলালুর রহমান;

শিবসদন চক্রবর্তী;

সেলিনা আখতার্।

চিকিৎসক দের নামের তালিকা:

মোঃ ফজলে রাব্বী ,

আব্দুল আলীম চৌধুরী ;

শামসুদ্দিন আহমদ;

আজহারুল হক;

হুমায়ূন কবীর;

সুলায়মান খান;

কায়সার উদ্দিন;

মনসুর আলী;

গোলাম মুর্তজা;

হাফেজ উদ্দিন খান;

জাহাঙ্গীর;

আব্দুল জব্বার;

এস . কে . লাল;

হেম চন্দ্র বসাক;

কাজী ওবায়দুল হক;

মিসেস আয়েশা বেদোরা চৌধুরী;

আল-হাজ্ব মমতাজ উদ্দিন;

হাসিময় হাজরা;

নরেণ ঘোষ ;

জিকরুল হক;

শামসুল হক;

এ.গফুর;

মনসুর আলী;

এস.কে.সেন;

মফিজুদ্দিন;

অমূল্য কুমার চক্রবর্তী;

আতিকুর রহমান;

গোলাম সরওয়ার;

আর.সি.দাস;

মিহির কুমার সেন;

সালেহ আহমেদ;

অনীল কুমার সিনহা,

সুনীল চন্দ্র শর্মা,

আ, কে , এম গোলাম মোস্তফা,

মকবুল আহমেদ,

এনামুল হক;

মনসুর(কানু);

আশরাফ আলী তালুকদার;

লেফটেনেন্ট জিয়াউর রহমান;

লেফটেনেন্ট কর্নেল জাহাঙ্গীর;

বদিউল আলম;

লেফটেনেন্ট কর্নেল হাই;

মেজর রেজাউর রহমান;

মেজর নাজমুল ইসলাম;

আসাদুল হক;

নাজির উদ্দিন;

লেফটেনেন্ট নূরুল ইসলাম;

কাজল ভদ্র;

মনসুর উদ্দিন।

*ঢাবির শিক্ষকদের নাম পরিশিষ্ট-১-এ আছে

অন্যান্য:

জহির রায়হান( সাহিত্যিক );

পূর্ণেন্দু দস্তিদার(সাহিত্যিক );

ফেরদৌস দৌলাহ্ (সাহিত্যিক );

মেহেরুন্নেসা (সাহিত্যিক );

আলতাফ মাহমুদ(শিল্পী );

দানবীর রণদা প্রসাদ সাহা(আর.পি.সাহা);

জোগেশ চন্দ্র ঘোষ( আয়ুর্বেদ শাস্ত্রী);

ধীরেন্দ্র নাথ দত্ত( রাজনৈতিক নেতা) ;

শামসুজ্জামান ( চীফ ইঞ্জিনিয়ার );

মাহবুব আহমেদ( সরকারি কর্মকর্তা);

খুরশীদ আলম(ইঞ্জিনিয়ার );

নজরুল ইসলাম( ইঞ্জিনিয়ার );

মোজাম্মেল হক চৌধুরী (ইঞ্জিনিয়ার );

মহসিন আলী(ইঞ্জিনিয়ার );

মুজিবুল হক(সরকারি কর্মকর্তা)

জেলাওয়ারি শহীদ শিক্ষাবিদদের (বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাদে) এবং আইনজীবীদের তালিকাঃ

জেলা ও বিভাগ শিক্ষাদাতা আইনজীবি
প্রাথমিক মাধ্যমিক কলেজ
ঢাকা ৩৭ ১০
ফরিদপুর ২৭ ১২
টাঙ্গাইল ২০
ময়মনসিংহ ৪৬ ২৩
ঢাকা বিভাগ ১৩০ ৫০ ১৭ ১০
চট্টগ্রাম ৩৯ ১৬
পার্বত্য চট্টগ্রাম
সিলেট ১৯
কুমিল্লা ৪৫ ৩৩
নোয়াখালী ২৬ ১৩
চট্টগ্রাম বিভাগ ১৩৮ ৭৩ ১৩ ১০
খুলনা ৪৮ ১৫
যশোর ৫৫ ৩১
বরিশাল ৫০ ২১
পটুয়াখালী
কুষ্টিয়া ২৮ ১৩
খুলনা বিভাগ ১৮৪ ৮১ ১৫
রাজশাহী ৩৯
রংপুর ৪১ ২২
দিনাজপুর ৫০ ১০
বগুড়া ১৪ ১২
পাবনা ৪৩
রাজশাহী বিভাগ ১৮৭ ৬১ ১৪ ১৫
বাংলাদেশ ৬৩৯ ২৬৫ ৫৯ ৪১
১। মোট শিক্ষাদাতা/ শিক্ষকের মোট সংখ্যা (বিশ্ববিদ্যালয় ব্যতীত) ৯৬৩
২। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদাতা/ শিক্ষকের মোট সংখ্যা ২১
      সর্বমোট ৯৮৪
         
      সূত্রঃ নুরুল ইসলাম পাটোয়ারীর  
      “বুদ্ধিজীবী ও বুদ্ধিবৃত্তিক হত্যাযজ্ঞ”  

মাধ্যমিক এর যোগ ভুল ছিল। এখানে সংশোধন করা আছে। তাই পুরো ছকেই এর প্রভাব পড়েছে।

Scroll to Top