পরিস্থিতির দ্রুত ক্রমাবনতির প্রতি উ থান্টের দৃষ্টি আকর্ষণ

৭.১০৯.২৩৩

শিরোনামঃ ১০৯। পরিস্থিতি দ্রুত ক্রমানবতির প্রতি উ থান্ট এর দৃষ্টি আকর্ষণ

সূত্রঃ দৈনিক পাকিস্তান

তারিখঃ ৩০ নভেম্বর, ১৯৭১

.

প্রেসিডেন্ট ইয়াহিয়া পরিস্থিতি দ্রুত ক্রমানবতির প্রতি উথান্টের দৃষ্টি আকর্ষণ করেছেন

পূর্ব পাকিস্তান সীমান্তে জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েনের প্রস্তাব

 

ইসলামাবাদ, ২৯শে নভেম্বর। পাকিস্তানী এলাকায় বিনা উস্কানিতে ভারতীয় বাহিনীর ব্যাপক হামলার ফলে উপমহাদেশের পরিস্থিতি দ্রুত ক্রমানবতির প্রতি উ থান্টেএ দৃষ্টি আকর্ষণ করে প্রেসিডেন্ট জেনারেল এ এম ইয়াহিয়া তার কাছে একটি লিপি পাঠিয়েছেন।

 

গতকাল উ থান্টের নিকট প্রেরিত লিপিতে প্রেসিডেন্ট পাকিস্তানী এলাকার সীমানা লংঘন পর্যবেক্ষন করা ও সে সম্পর্কে রিপোর্ট দানের জন্যে পূর্ব পাকিস্তান সীমান্তের পাকিস্তানী এলাকায় জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েনের প্রস্তাব করেছেন।