৭.৪৮.১১০
শিরোনামঃ ৪৮। “পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য” মুজিবের বিচার হবে – সরকারী তথ্য বিবরণী
সূত্রঃ দি ডন – করাচী
তারিখঃ ১০আগষ্ট,১৯৭১
“পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য” মুজিবের বিচার হবে
সরকারী তথ্য বিবরণী
৯আগষ্ট,১৯৭১
অদ্য ৯ আগষ্ট, প্রধান সামরিক আইন সদরদপ্তর প্রশাসক কর্তৃক ইস্যুকৃত প্রেসনোটে বলা হয়েছে যে , বিলুপ্ত আওয়ামীলীগের সভাপতি শেখ মুজিবর রহমানকে “পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা” এবং অন্যান্য অপরাধের হেতু একটি বিশেষ সামরিক আদালতে বিচারের সম্মুখীন করা হবে।
প্রেসনোটে বলা হয়, ১১ আগষ্ট বিচারকার্যটি একটি গুপ্ত কক্ষে শুরু হবে এবং এরকার্য ধারা গোপন রাখা হবে।
অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরক্ষা প্রস্তুতির যথাযথ সুযোগ দেয়া হবে এবং এও বলা হয় যে, আইন অনুমতি সাপেক্ষে তার পচ্ছন্দানুসারে সকল সুবিধা দ্বারা উপলব্ধ পাকিস্তানের নাগরিককে পরামর্শক হিসেবে নিয়োগ দান করা যাবে।
সরকার ব্যাবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষে পাকিস্তান আর্মি আগ্রসর হবার পর ২৬ মার্চ শেখ মুজিবর রহমানকে খুব ভোরে তাঁর ধানমন্ডিস্থ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে পূর্ব পাকিস্তানে নিয়ে আসা হয় যেখানে সে আটকাবস্থায় ছিলেন।